Operation Sindoor

তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয়ে সাংবাদিকদের ফোন পাক গোয়েন্দাদের! নম্বর জানিয়ে সতর্ক করল কেন্দ্র

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি হোয়াট্‌সঅ্যাপ নম্বর থেকে এ দেশের সাধারণ মানুষ, সাংবাদিকদের ফোনটি করা হচ্ছে। সেই নম্বর হল, ৭৩৪০৯২১৭০২।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৫:৩৬
Share:

দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ জারি রয়েছে। এই আবহে ওই অভিযান নিয়ে তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয় দিয়ে এ দেশের সাংবাদিক, সাধারণ মানুষকে ফোন করছে পাকিস্তানি গুপ্তচরেরা। সতর্ক করে জানাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এই ধরনের ফোন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা।

Advertisement

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি হোয়াট্‌সঅ্যাপ নম্বর থেকে এ দেশের সাধারণ মানুষ, সাংবাদিকদের ফোনটি করা হচ্ছে। সেই নম্বর হল, ৭৩৪০৯২১৭০২। মোবাইলের ফোন নম্বর শনাক্তকরণকারী অ্যাপে নম্বরটিকে ‘ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট’ বলে দেখানো হচ্ছে। এই নিয়েই সতর্ক করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

পাকিস্তানের সঙ্গে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভারত। যদিও রবিবার ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়েছে যে, তাদের পাকিস্তানি জঙ্গিদমন অভিযান এখনও জারি রয়েছে। রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে।’’ তার পরেই বায়ুসেনা জানিয়েছে, এই অভিযান এখনও চলছে। সেই নিয়ে দেশবাসীকে সময়মতো জানানো হবে। পোস্টে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘এই অভিযান চলছে। সময়মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।’’ এ বার তারা সতর্ক করে জানাল, এই অভিযান নিয়ে তথ্য চাইলে দেওয়া উচিত নয়। কারণ, পাকিস্তানি গুপ্তচরেরা ভারতীয় সেনা সেজে এই বিষয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement