গুজরাতে অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। —ফাইল চিত্র।
ফের ভারত-পাক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা। গুজরাতের বনাসকাঁঠা জেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে হত এক পাকিস্তানি অনুপ্রবেশকারী।
বিএসএফের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে এক অনুপ্রবেশকারী গুজরাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। কর্তব্যরত বিএসএফ আধিকারিকেরা বার বার সতর্ক করলেও তিনি সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করতে থাকেন। এই পরিস্থিতিতে তাঁকে গুলি করে নিরস্ত করতে বাধ্য হন জওয়ানেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর।
পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং দেশের নানা অংশে ভারত-পাক সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। চলতি মাসের গোড়ায় পঞ্জাবের ফিরোজ়পুরে এক পাক অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। ওই ঘটনাতেও বিএসএফের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে এগোতে থাকেন তিনি। একই ভাবে গুলি চালিয়ে তাঁকে নিরস্ত করে বিএসএফ।