Pahalgam Terror Attack

রাজস্থানের ভারত-পাক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ান, ঢুকে পড়েছিলেন এ দেশে

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ২১:০১
Share:

রাজস্থানের ভারত-পাক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ান। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় রাজস্থানে পাক সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার পাক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়। পহেলগাঁও কাণ্ডের পর গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। মনে করা হচ্ছে, এ বার পাল্টা পদক্ষেপে সেই পাক রেঞ্জার্সের এক জনকেই আটক করল বিএসএফ।

Advertisement

এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। মনে করা হচ্ছে, এ বার পাল্টা পদক্ষেপে সেই পাক রেঞ্জার্সের এক জনকেই আটক করল বিএসএফ।

পূর্ণম এখনও ছাড়া না-পাওয়ায় উদ্বিগ্ন তাঁর পরিবার। সম্প্রতি রিষড়ার বাড়ি থেকে পঠানকোট গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। তবে ভারতের অনেকেই মনে করছেন, দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকতে পূর্ণমকে ব্যবহার করতে পারে পাকিস্তান। সে ক্ষেত্রে পূর্ণমকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনও শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতও সীমান্ত পেরোনোর অভিযোগে পাক সেনার এক জনকে আটক করায় পাকিস্তানের সম্ভাব্য ওই কৌশল আর কার্যকরী হবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement