মাওবাদী হামলায় সাত পুলিশকর্মীর মৃত্যু হল ঝাড়খণ্ডের পলামুতে। আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় মাওবাদী অধ্যুষিত এলাকা কালা পাহাড় অঞ্চল থেকে টহল দিয়ে হুসেইনাবাদে ফিরছিল পুলিশের একটি দল। কাসিয়ার গ্রামের রাস্তায় মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে চার কনস্টেবল, এক হাবিলদার, পুলিশের গাড়ির চালক এবং এক নিরাপত্তারক্ষীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও কয়েক জন। তাঁদের উদ্ধার করে ডাল্টনগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন-রোহিত-মৃত্যু: মন্ত্রকের রিপোর্টে কাঠগড়ায় কর্তৃপক্ষই