নদীবাঁধে স্থগিতাদেশ গ্রিন ট্রাইবুনালের

ফের ধাক্কা খেল নামনি সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্প। অসমের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই বৃহৎ নদীবাঁধের বিরুদ্ধে জাতীয় গ্রিন ট্রাইবুনালে অভিযোগ জানিয়েছিল। ট্রাইবুনালের পূর্বাঞ্চল বেঞ্চ এনএইচপিসিকে বাঁধের কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:২০
Share:

ফের ধাক্কা খেল নামনি সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্প। অসমের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই বৃহৎ নদীবাঁধের বিরুদ্ধে জাতীয় গ্রিন ট্রাইবুনালে অভিযোগ জানিয়েছিল। ট্রাইবুনালের পূর্বাঞ্চল বেঞ্চ এনএইচপিসিকে বাঁধের কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

বিভিন্ন সংগঠনের আপত্তিতে ২০০০ মেগাওয়াটের প্রস্তাবিত ক্ষমতাসম্পন্ন ওই বাঁধের কাজ ২০১১ সাল থেকেই থমকে থমকে এগোচ্ছিল। লোকসভা ভোটের আগে বিজেপি বড় বাঁধের বিরুদ্ধে স্লোগান দিলেও ক্ষমতায় এসে তারা নকশা বদল করে বাঁধ গড়ার পক্ষে সওয়াল করে। অরুণাচল প্রদেশও দ্রুত বাঁধ তৈরি করতে চায়। কিন্তু বাঁধ নিয়ে গড়া বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বাঁধের নির্মাণ ও নকশায় বেশ কিছু ত্রুটির উল্লেখ করা হয়েছে। পরিবেশ ও সুবনসিরি নদীর বাস্তুতন্ত্রে বাঁধের প্রভাব পড়ার কথাও বলা হয়। পূর্বাঞ্চল বেঞ্চের নির্দেশ, তাদের ২০১৫ সালের ১১ ডিসেম্বর জারি করা স্থাগিতাদেশ বজায় থাকছে। তাই এনএইচপিসি যেন কোনও ভাবেই বাঁধের নির্মাণকাজ না চালায়। অবশ্য এনএইচপিসির তরফে জানানো হয়েছে, তারা নতুন কোনও নির্মাণকাজ করছে না। বাঁধের তৈরি হওয়া অংশ মেরামত ও রক্ষণাবেক্ষণ করছে মাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন