Drone Surveillance

রাত হলেই আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা, আতঙ্কে উত্তরপ্রদেশের গ্রাম, প্রাথমিক তদন্তে কী জানাল পুলিশ?

গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেও একটি ড্রোনকে উড়তে দেখেছেন তাঁরা। আতঙ্কে অনেকেই পাখি মারার বন্দুক দিয়ে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তার পরে ড্রোনটিকে আর দেখতে পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৯:৫৬
Share:

উত্তরপ্রদেশের গ্রামে রহস্যময় ড্রোনের আনাগোনা। —ফাইল চিত্র।

রাতের আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা। আতঙ্কে ঘুম উড়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ছজলত গ্রামের বাসিন্দাদের। তাঁদের আশঙ্কা, চোরেদের দল ড্রোন পাঠিয়ে বাড়িঘরের উপর নজর রাখছে। মুহূর্তের অসাবধানতায় সব কিছু খোয়া যেতে পারে বলে মনে করছেন তাঁরা। তাই রাতে পালা করে কয়েক জনকে গ্রামের পাহারায় মোতায়েন করা হচ্ছে। তবে ওই ড্রোন কারা পাঠাচ্ছে, এর কী-ই বা উদ্দেশ্য, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেও একটি ড্রোনকে উড়তে দেখেছেন তাঁরা। সেটি বিশেষ ভাবে বিভিন্ন বাড়ির উপরে চক্কর কেটেছে। আতঙ্কে অনেকেই পাখি মারার বন্দুক দিয়ে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তার পরে ড্রোনটিকে আর দেখতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ওই ড্রোনের ছবি তুলে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ড্রোন-রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, স্থানীয় যুবকেরাই গ্রামবাসীদের ভয় পাওয়াতে এই কাজ করছেন। তবে এই বিষয়ে আরও সবিস্তার তদন্ত করতে চায় পুলিশ। মোরাদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) কুনওয়ারআকাশ সিংহ বলেন, “মনে হচ্ছে এটা কয়েক জন যুবকের কাজ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই ড্রোনগুলি খোলা বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। কারা এগুলি ব্যবহার করছে, খুব শীঘ্রই আমরা তা খুঁজে বার করব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement