National News

বড় ভাঙনের ইঙ্গিত নেই, রাজভবনে নতুন দলনেতা

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন শশিকলা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশিকলা নটরাজনকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। এর ফলে আগামী দশ বছরের জন্য নির্বাচনের লড়াই থেকে ছিটকে গেলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩১
Share:

তামিলনাড়ুর ভার কি এ বার নয়া নেতার হাতে? ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন শশিকলা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশিকলা নটরাজনকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। এর ফলে আগামী দশ বছরের জন্য নির্বাচনের লড়াই থেকে ছিটকে গেলেন তিনি। ফলে আপাতত তামিলনাড়ুর তখ্‌ত হাতছাড়া হল তাঁর। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পরই তামিলনাড়ুর ছবিটা কী রকম তা দেখে নেওয়া যাক।

Advertisement

সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিলেন পালানিসামি।

রাজভবনে পৌঁছলেন পালানিসামি।

Advertisement

তামিলনাড়ুতে ‘রাজনৈতিক সঙ্কটে’র অবসান ঘটাতে বিধানসভায় শক্তি পরীক্ষা করুন— রাজ্যপালের কাছে আবেদন করল সিপিআই।

পালানিসামি-সহ ১১ জন বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল।

এ দিন বিকেল সাড়ে ৫টায় রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করবেন পালানিসামি।

সংবাদমাধ্যমের কাছে পালানিসামি জানিয়েছেন, সর্বসম্মত ভাবে তিনি পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। ১২৫ জন বিধায়কের সমর্থন রয়েছে বলেও দাবি তাঁর।

রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন পালানিসামি।

গোল্ডেন বে রিসর্টের পথে যাওয়ার সময় বেশ কয়েক জন পনীর-সমর্থকদের আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন

ধর্মের জয় হবে, সুপ্রিম কোর্টের রায় শুনে প্রতিক্রিয়া শশিকলার

এআইএডিএমকে-এর পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন ই কে পালানিসামি। সরকারি ভাবে তা ঘোষণা করবেন শশিকলা।

ই কে পালানিসামি।

পনীরসেলভমের প্রাথমিক সদস্যপদ খারিজ করল এআইএডিএমকে।

গোল্ডেন বে রিসর্টে শশিকলার সঙ্গে বৈঠকে রয়েছেন জয়ললিতার ভাইপো দীপক জয়কুমার।

পনীরসেলভম বলেন, “রাজ্যের মানুষ হাঁপ ছেড়ে বাঁচলেন।”

রায় ঘোষণার পর মুখ খুললেন পনীরসেলভম। তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলে ফাটন ধরানোর চেষ্টা করছে প্রতিপক্ষ।”

যে কোনও মুহূর্তেই মহাবলীপুরমের কাছে গোল্ডেন বে রিসর্ট থেকে বেরিয়ে আসতে পারেন শশিকলা।

এআইএডিএমকে-এর সদর দফতরে বিষাদের সুর। দফতর থেকে মাত্র ২০০ মিটার অদূরেই শোনা গেল বাজি পোড়ানোর আওয়াজ।

আরও পড়ুন

সে বার জয়ার সঙ্গী, এ বারের জেলযাত্রায় তিনিই নজরের কেন্দ্রবিন্দু

রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, “পথ বের করতে এআইএডিএমকে শিবিরের দুই পক্ষদের নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা উচিত রাজ্যপালের।”

শোনা যাচ্ছে, পনীরসেলভমকে ঠেকাতে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে অন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন শশিকলা।

রাজ্য জুড়েই অংসখ্য পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা তামিলনাড়ু।

রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হল। ছবি: সংগৃহীত।

শশিকলার নিজস্ব নিরাপত্তারক্ষী ও দলীয় ক্যাডাররা স্লোগান দিলেন, ‘শহিদ মা’। পনীরসেলভমের বিরোধী স্লোগানেও মুখর হন শশিকলার সমর্থকেরা।

রায় ঘোষণা হওয়ার পর সকাল সাড়ে ১১টা নাগাদ পোয়েস গার্ডেনে বাড়ির সামনে একে একে জড়ো হতে থাকেন শশিকলা শিবিরের সমর্থকেরা।

“এর আগে ‘আম্মা’র যখন কোনও সঙ্কটে পড়েছেন, আমি কষ্ট পেয়েছি। এ বারও আমার কষ্ট হবে। তবে ধর্মের জয় হবেই।” রায়ের পর শশিকলার মন্তব্য টুইট করল এআইএডিএমকে।

মহাবলীপুরমের কাছে গোল্ডেন বে রিসর্টে পুলিশ প্রহরা। এই রিসর্টেই রয়েছেন শশি-শিবিরের বিধায়কেরা।

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী হওয়া হল না, বেহিসেবি সম্পত্তি মামলায় শশির চার বছরের জেল

রায় ঘোষণার পরই শশিকলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও পনীরসেলভমের বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন দলীয় সমর্থকদের একাংশ।

বিশ্বাসঘাতকেরা ‘আম্মা’র পবিত্রতা নষ্ট করেছে— এআইএডিএমকে-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দেখা গেল এই টুইট।

সর্বোচ্চ আদালতে হার শশিকলার। —ফাইল চিত্র।

শশিকলাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

সকাল সাড়ে ১০টা নাগাদ সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ বেঙ্গালুরুর বিশেষ আদালতের নির্দেশ বহাল রেখে শশিকলাকে চার বছরের কারাদণ্ডের সাজা দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন