সংসদ নোটবুক

রামেশ্বরমের পাশে একটি জায়গায় অবহেলায় শুয়ে রয়েছেন এ পি জে আব্দুল কালাম! তাঁর কবরের উপরে রয়েছে টিনের ছাদ। চার দিকে প্লাস্টিক আর আবর্জনা।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৩:২২
Share:

কালাম-স্মৃতি

Advertisement

রামেশ্বরমের পাশে একটি জায়গায় অবহেলায় শুয়ে রয়েছেন এ পি জে আব্দুল কালাম! তাঁর কবরের উপরে রয়েছে টিনের ছাদ। চার দিকে প্লাস্টিক আর আবর্জনা। মঙ্গলবার রাজ্যসভায় এই প্রসঙ্গটি তুলে সেখানে একটি স্মারক উদ্যান গড়ার প্রস্তাব দিলেন ডেরেক ও ব্রায়েন। ২৭ জুলাই প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা রয়েছে ওই জমিটিতে ২৭ তারিখ স্মারক উদ্যানের শিলান্যাস করার। কালামের পরিবারের থেকে জমিটি কিনে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

নেতাজি রহস্য

স্বাধীনতার ঠিক পরে আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস নিয়ে গবেষণাধর্মী একটি ইতিহাসগ্রন্থ লিখিয়েও তা দেরাজবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। সেটি প্রকাশের জন্য ২০০৯ সালে জনস্বার্থ মামলা করা হলেও, আদালতের দ্বারস্থ হয়ে আজও তাকে অপ্রকাশিত অবস্থাতেই রেখে দিয়েছে কেন্দ্র। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সাংসদ সুখেন্দুশেখর রায়।

ওই গ্রন্থ প্রকাশ পেলে নেতাজির মৃত্যু নিয়ে ফের বিতর্ক তৈরি হবে এই আশঙ্কা ছিল তৎকালীন কংগ্রেস সরকারের। এই বইটিকেও প্রকাশ্যে আনার দাবিতে সুখেন্দুবাবু মঙ্গলবার সংসদেও মুখ খুলেছেন।

নাম বদল

হাইকোর্টের বিচারপতিদের আপত্তির পরেও ক্যালকাটা হাইকোর্টের নাম বদলে কলকাতা হাইকোর্ট করার বিল সংসদে পেশ করল নরেন্দ্র মোদী সরকার। বিলে বম্বে ও মাদ্রাজ হাইকোর্টের নাম বদলে মুম্বই ও চেন্নাই করারও প্রস্তাব রয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরে কলকাতার বিচারপতিরা একজোট হয়ে আইন মন্ত্রকের কাছে প্রতিবাদ জানান। তবে আইনমন্ত্রীর পেশ করা বিলে বলা হয়েছে, শহরের নামের ভিত্তিতেই এ সব হাইকোর্টের নাম হয়েছিল। শহরের নাম বদলে যাওয়ার পরে হাইকোর্টের নাম বদলে দেওয়ার দাবি ওঠে।

থুতু ফেলা

বন্ধ হোক যত্রতত্র থুতু ফেলা। এক দিন পালন করা হোক পিকহীন দিবস। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় আনা হোক বিষয়টিকে। কুঅভ্যাস কাটানোর এই প্রস্তাব নিয়ে রাজ্যসভায় সরব হলেন সাংসদ নাদিমুল হক। তাঁর দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা বলেছেন, ‘‘খুবই ভাল প্রস্তাব। সরকার বিষয়টি নিয়ে সমীক্ষা করবে।’’ প্রস্তাবটিকে দলমত নির্বিশেষে সমর্থন করেছেন সাংসদরা। নাদিমুলের কথায়, লোকে বিরক্ত হলে, ক্লান্ত থাকলে কিংবা রেগে গেলেও দেখি থুতু ফেলে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement