Parakeet

আফিমে বুঁদ টিয়া, সামলাতে নাজেহাল চাষিরা

কম ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এ বার আফিমের ফলন এমনিতেই কম। তার উপর ঝাঁকে ঝাঁকে টিয়াপাখি এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছে বা নষ্ট করছে আফিমের ফুল।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ১৫:৪৫
Share:

টিয়ার দাপটে অতিষ্ঠ চাষীরা। প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক

খরার পর এ বার টিয়া! মধ্যপ্রদেশের কৃষকদের দুর্দশা যেন আর কাটতেই চাইছে না। আফিম চাষ করে এ বছর বিপাকে পড়েছেন সেই রাজ্যের চাষিরা। কম ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এ বার আফিমের ফলন এমনিতেই কম। তার উপর ঝাঁকে ঝাঁকে টিয়াপাখি এসে ছিঁড়ে নিয়ে যাচ্ছে বা নষ্ট করছে আফিমের ফুল। আরও আশঙ্কার ব্যাপার হল, যে পাখি একবার আফিমের স্বাদ পেয়েছে, নেশায় বুঁদ হয়ে সেটি বার বার আফিম খেতে আসছে!

Advertisement

খেত থেকে টিয়া তাড়াতে লাউড স্পিকারে জোরে শব্দ করা হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। কাজে আসেনি কাকতাড়ুয়া বা টিনের বাজনাও। ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের৷ এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যপ্রদেশের কৃষকদের৷ রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। স্থানীয় আফিম চাষিরা জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েও পাওয়া যাচ্ছে না। ফলে টিয়ার দৌরাত্ম্যে চলতি মরসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন তাঁরা।

আফিম তৈরির মূল উপাদান পপি ফুল। স্থানীয় কৃষকেরা জানাচ্ছেন যে একটি পপি ফুল থেকে ২০-২৫ গ্রাম আফিম তৈরি করা হয়। কিন্তু দিনের মধ্যে একাধিক বার আফিম খেতে হানা দিয়ে টিয়ার দল উড়ে যাচ্ছে মুখে পপি ফুল নিয়ে। কোনও ভাবেই নিরস্ত করা যাচ্ছে না তাদের।

Advertisement

আরও পড়ুন: প্রচণ্ড মারধর, বিবস্ত্র করে ব্লেড দিয়ে চিরে দেওয়া হল কিশোরীকে

এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, আফিম পাখিকে তাৎক্ষণিক শক্তি বা উত্তেজনা যোগায়। ব্যাপারটা অনেকটা মানুষের চা বা কফি খাওয়ার পরবর্তী প্রতিক্রিয়ার মতোই। তাই একবার কোনও পাখি এর সঙ্গে পরিচিত হলে সেই আসক্তি থেকে সহজে বের হতে পারে না।

আরও পড়ুন: ভোটপ্রচারে সেনার বীরত্ব! বন্ধ করতে কমিশনকে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন