Mahakumbh 2025

‘মহাকুম্ভ স্পেশ্যাল’ ধরার জন্য হুড়োহুড়ি, ট্রেনে আসন পেতে হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা!

দীনদয়াল উপাধ্যায় স্টেশনের ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘মহাকুম্ভ স্পেশ্যাল’ ধরার জন্য স্টেশনে পুণ্যার্থীদের থিকথিকে ভিড়। ট্রেন স্টেশনে ঢুকতেই তাতে চড়ার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩
Share:

ট্রেনে ওঠার জন্য দীনদয়াল উপাধ্যায় স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। ছবি: এক্স (সাবেক টুইটার)।

নয়াদিল্লি স্টেশনের পদপিষ্টের ঘটনার পরও কি টনক নড়ল না? রবিবার উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ির ঘটনা উস্কে দিল নয়াদিল্লি স্টেশনের পদপিষ্টকাণ্ডকে। ওই স্টেশনে মহাকুম্ভ স্পেশ্যাল ধরার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুধু তা-ই নয়, যাত্রীরা নিজেদের মধ্যে মারামারিতেও জড়িয়ে পড়েন।

Advertisement

দীনদয়াল উপাধ্যায় স্টেশনের ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। দেখা যাচ্ছে, ‘মহাকুম্ভ স্পেশ্যাল’ ধরার জন্য স্টেশনে পুণ্যার্থীদের থিকথিকে ভিড়। ট্রেন স্টেশনে ঢুকতেই তাতে চড়ার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন যাত্রীতে ঠাসা হয়ে যাওয়ার পরেও তাতে ওঠার জন্য মারামারিতে জড়ান যাত্রীরা।

উল্লেখ্য, নয়াদিল্লি স্টেশনের পদপিষ্টের ঘটনার পরই দীনদয়াল উপাধ্যায় স্টেশন-সহ দেশের বেশ কয়েকটি জংশন স্টেশনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। ওই দিন কুম্ভমেলায় শেষ দফার শাহি স্নান। আগের শাহি স্নানগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে রেল। এই দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশনটি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের জন্য কুম্ভে যাওয়ার মূল প্রবেশদ্বার। ফলে এই রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের ভিড় হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। নয়াদিল্লি স্টেশনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় শেষ দফার শাহি স্নানকে ঘিরে, তাই নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়। তার পরও কী ভাবে রবিবারের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement