Maha Kumbh Traffic Jam

প্রয়াগরাজে ২৫ কিমি দীর্ঘ যানজট! শেষ দফার শাহি স্নানের আগে রবিবার থেকে অবরুদ্ধ সড়কপথ

রেলপথে ভিড়ের পাশাপাশি সড়কপথেও যানজটে নাকাল হতে হচ্ছে পুণ্যার্থীদের। অনেকেই সপ্তাহান্তের ছুটিতে সড়কপথে প্রয়াগরাজ পৌঁছোচ্ছেন। ফলে শনিবার থেকেই সড়কপথে যানজট বাড়তে শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০
Share:

প্রয়াগরাজে যাওয়ার পথে দীর্ঘ যানজট। ছবি: পিটিআই।

শেষ দফার শাহি স্নানের আগে পুণ্যার্থীদের ভিড় সামলাতে গোটা উত্তরপ্রদেশে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশন। ভিড়ের চাপে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

রেলপথে পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি সড়কপথেও যানজটে নাকাল হতে হচ্ছে পুণ্যার্থীদের। অনেকেই সপ্তাহান্তের ছুটিতে সড়কপথে প্রয়াগরাজ পৌঁছোচ্ছেন। ফলে শনিবার থেকেই সড়কপথে যানজট বাড়তে শুরু করে। রবিবার সকালে সেই যানজট ২৫ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। শনি এবং রবিবার সপ্তাহের এই দু’টি দিনে পুণ্যার্থীদের ভিড় বেশি হচ্ছে। তার মধ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ দফার শাহি স্নান। এবং ঘটনাচক্রে, ওই দিনই কুম্ভ শেষ হচ্ছে। ফলে শেষ দফার শাহি স্নানে বিপুল সংখ্যক পুণ্যার্থী হাজির হয়েছেন প্রয়াগরাজে।

সড়কপথে যে সব পুণ্যার্থী আসছেন তাঁরা জানাচ্ছেন, কয়েক কিলোমিটার জুড়ে যানজট। রাতভর গাড়িতেই কাটাতে হয়েছে। রবিবার সকালে গাড়ির চাপ আরও বেড়েছে। ফলে যানজট আরও বড় হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্য দিকে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনেও পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে ট্রেনে যে সব পুণ্যার্থী আসছেন, তাঁদের জন্য এই স্টেশনই কুম্ভে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। শনি, রবিবার এবং শাহিস্নানকে ঘিরে যে এই স্টেশনের উপর চাপ বাড়বে, তা বলাই বাহুল্য। তাই আগেভাগেই নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে রেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement