National

জনতায় জায়গা না পেলে যেতে পারবেন রাজধানীতে, এক ভাড়ায়

দূর পাল্লায় যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের আর ওয়েটিং লিস্টের খুব লম্বা তালিকায় হাপিত্যেশ অপেক্ষায় বসে থাকতে হবে না!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৬:২৯
Share:

কাম সেপ্টেম্বর না হলেও কাম এপ্রিল তো বটেই!

Advertisement

দূর পাল্লায় যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের আর ওয়েটিং লিস্টের খুব লম্বা তালিকায় হাপিত্যেশ অপেক্ষায় বসে থাকতে হবে না!

দিল্লি যেতে জনতা এক্সপ্রেসের টিকিট কেটে লম্বা ওয়েটিং লিস্টের অনেক অনেক পিছনে পড়ে রয়েছেন বলে আমাকে-আপনাকে আর দুশ্চিন্তায় কাটাতে হবে না। আমাদের আন-কনফার্মড টিকিট রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়ার ট্রেনগুলিতে এ বার আপনাআপনিই কনফার্মড হয়ে যাবে। জনতা এক্সপ্রেসের টিকিট কেটেও আপনি দিব্যি রাজধানী, শতাব্দীতে যেতে পারবেন রাজার হালে, এমনকী, ‘দুরন্তে’র গতিতেও। আর তার জন্য আমার-আপনার গাঁটের কড়ি বাড়তি খরচ করতে হবে না। রেলসূত্রের খবর, পয়লা এপ্রিল থেকেই এই সুবিধা (প্রকল্পটির নাম- ‘বিকল্প’) পাওয়া যাবে ট্রেনগুলিতে।

Advertisement

কেন দূর পাল্লার ট্রেনযাত্রায় এই সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের?

রেলমন্ত্রকের এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘ফ্লেক্সি-ফেয়ার সিস্টেম চালু হওয়ার পর প্রিমিয়ার ট্রেনগুলির বেশ কিছু বার্থ প্রায় নিয়মিতই খালি পড়ে থাকে। আমরা অন্য ট্রেনগুলিতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের একই দিকে যাওয়া প্রিমিয়ার ট্রেনগুলির খালি বার্থগুলিতে জায়গা করে দেব। তাঁরা এই সুবিধা চাইছেন কি না, টিকিট কাটার সময়েই তা যাত্রীদের জানাতে বলা হবে।’’

আরও পড়ুন- পৃথিবীর ২৫ হাজার গুণ বড় গ্রহের সন্ধান দিলেন বাঙালি বিজ্ঞানীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন