Patna Medical Student Death

নিজের কলেজেই চিকিৎসা পেলেন না পটনার ডাক্তারি পড়ুয়া! দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ সহপাঠীদের

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ডাক্তারি ছাত্রের নাম অভিনব পাণ্ডে। তিনি ইন্দিরা গান্ধী আয়ুর্বিজ্ঞান মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ৭ এপ্রিল পটনার হড়তালি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৮:৫৮
Share:

—প্রতীকী ছবি।

দুর্ঘটনায় আহত হয়েছিলেন এক ডাক্তারি পড়ুয়া। যে মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছিলেন, চিকিৎসা পেলেন না সেখানেই। শেষে মৃত্যু হয় ওই ডাক্তারি ছাত্রের। অভিযোগ উঠল বিহারের পটনায়। আর এই ঘটনায় ওই মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ডাক্তারি ছাত্রের নাম অভিনব পাণ্ডে। তিনি ইন্দিরা গান্ধী আয়ুর্বিজ্ঞান মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ৭ এপ্রিল পটনার হড়তালি মোড়ের কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় অভিনবকে তাঁরই মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। কিন্তু অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় অভিনবকে ভর্তি করানো যায়নি। সেখানে ভর্তির শয্যা না পেয়ে পটনারই অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাঁচানো যায়নি অভিনবকে।

সহপাঠীর মৃত্যুর খবরে মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়ায়। তাঁরা ধর্নায় বসেন। কেন অভিনবকে ভর্তি করানো গেল না, তা নিয়ে ডাক্তারি পড়ুয়ারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, মেডিক্যাল কলেজের ছাত্র হয়েও কোনও রকম সুবিধা পেলেন না অভিনব। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর পরই তাঁরা কর্তৃপক্ষের জবাব চেয়ে ধর্নায় বসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement