৪ বছর পেনশন মেলেনি, প্রতিবাদে জিভ কাটলেন বৃদ্ধ

অবসরের ৪ বছর পার। আর এই ৪ বছর ধরেই পেনশনের জন্য হত্যে দিয়ে পড়ে থাকা। কিন্তু তাতেও কাজ হয়নি। রোজই ম্লান মুখে বাড়ি ফিরতে হত ৬৪ বছরের রাজুকে। সংসার আর চলে না। বিভিন্ন জায়গায় দরবার করেও লাভ হয়নি বিশেষ। তাই প্রতিবাদ জানাতে মঙ্গলবার ব্লেড দিয়ে নিজের জিভটাই কেটে ফেললেন তিনি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ১২:০৫
Share:

অবসরের ৪ বছর পার। আর এই ৪ বছর ধরেই পেনশনের জন্য হত্যে দিয়ে পড়ে থাকা। কিন্তু তাতেও কাজ হয়নি। রোজই ম্লান মুখে বাড়ি ফিরতে হত ৬৪ বছরের রাজুকে। সংসার আর চলে না। বিভিন্ন জায়গায় দরবার করেও লাভ হয়নি বিশেষ। তাই প্রতিবাদ জানাতে মঙ্গলবার ব্লেড দিয়ে নিজের জিভটাই কেটে ফেললেন তিনি!

Advertisement

রাজু তেলেঙ্গনার মেডক জেলার বাসিন্দা। রোজকারের মতো এ দিনও তিনি পেনশনের টাকা পেতে সকাল সকাল দফতরে হাজির হয়েছিলেন। সারা দিন ধরে সরকারি অফিসারদের সঙ্গে কথাও বলেন তিনি। সন্ধ্যার সময় তাঁর এক অফিসারের সঙ্গে বাকবিতণ্ডাও হয়। এর পরেই সেই অফিসারের ঘরের বাইরে বেরিয়ে এসে পকেট থেকে ব্লেড বের করে নিজের জিভ চিরে দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে এত কিছুর পরেও রাজুর পেনশনের বিষয়টির নিষ্পত্তি হল কি না তা অবশ্য জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন: পিএফের সুদ কমিয়ে ৮.৭ শতাংশ করল কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement