এই সেই ভিড়ে গাদাগাদি প্যারেল স্টেশন।- ফাইল চিত্র।
এলফিনস্টোন স্টেশনের প্যারেল ব্রিজে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা পূর্বতন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি লিখে অনেক দিন আগেই জানিয়েছিলেন এক শিবসেনা সাংসদ। এমনকী, টুইট করেও রেল মন্ত্রককে অনেক দিন আগেই সেই আশঙ্কার কথা জানানো হয়েছিল নিত্যযাত্রীদের তরফে। কিন্তু তার পরেও নতুন রেল ব্রিজ নির্মাণ তো দূর অস্তই, ওই রেল ব্রিজ মেরামতও করা হয়নি।
ব্রিটিশ আমলের এই ব্রিজটি এলফিনস্টোন রোড স্টেশন ও প্যারেল রেল স্টেশনের মধ্যে অন্যতম প্রধান যোগসূত্র। ব্রিজটি সব সময়েই জমজমাট হয়ে থাকে ভিড়ে। বছরখানেক আগে ব্রিজটির বেহাল দশা নিয়ে একটি টুইট করেছিলেন জনাকয়েক নিত্যযাত্রী। তাতে ট্যাগ করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তদানীন্তন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে। তাতে স্পষ্টই লেখা হয়েছিল- মধ্য মুম্বইয়ের এই প্যারেল ব্রিজে যে কোনও সময় পদপিষ্ট হয়ে মৃত্যুর ভয়াবহ ঘটনা ঘটতে পারে। দিনকয়েক আগেও রেলমন্ত্রী পীযূষ গয়ালকে টুইট করে এক নিত্যযাত্রী লেখেন, ‘‘দয়া করে ব্রিজটির কিছু করুন।’’
আরও পড়ুন- গুজবে হুড়োহুড়ি, মুম্বইয়ে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২২
আরও পড়ুন- ছাত্রীদের পোশাক, মদ্যপানে বিধিনিষেধ নয় বিএইচইউ-তে
গত বছর শিবসেনা সাংসদ অরবিন্দ সাবন্ত ওই ব্রিজ মেরামতির জন্য চিঠি লিখেছিলেন তদানীন্তন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে। কিন্তু প্রভু সেই সময় অর্থের অজুহাত দেখিয়েছিলেন।
(_)
(_)
আজ সকালে সেই দুর্ঘটনাটাই ঘটল।
ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরে রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইট করে জানিয়েছেন, নতুন ও আরও চওড়া ব্রিজ বানানোর জন্য টাকা গত বছরেই অনুমোদিত হয়ে গিয়েছিল। টেন্ডার ডাকার কাজও শুরু হয়েছিল।