ঢোলপুরের সেই ‘বিতর্কিত’ প্রাসাদ

লোকমুখে শোনা যায়, এক সময়ে খোদ শাহজাহান আর নূরজাহান না কি দ্বৈরথে মেতেছিলেন ঢোলপুরের এই প্রাসাদ নিয়ে! আপাতত, এই প্রাসাদের মালিকানা ঘিরে টানাপড়েন চলছে সরকার এবং ঢোলপুরের একদা মহারানি তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর পুত্র দুষ্মন্ত সিংহের মধ্যে।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ১৮:২৮
Share:

ঢোলপুর প্রাসাদের বন্ধ দুয়ার। ছবি: প্রেমাংশু চৌধুরি।

লোকমুখে শোনা যায়, এক সময়ে খোদ শাহজাহান আর নূরজাহান না কি দ্বৈরথে মেতেছিলেন ঢোলপুরের এই প্রাসাদ নিয়ে! আপাতত, এই প্রাসাদের মালিকানা ঘিরে টানাপড়েন চলছে সরকার এবং ঢোলপুরের একদা মহারানি তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর পুত্র দুষ্মন্ত সিংহের মধ্যে। কিন্তু, মালিকানা যারই হোক, ১৩ একর জমির উপর তৈরি, বহুমূল্য আসবাবে সাজানো বিলাসবহুল প্রাসাদের অবস্থা ভাল নয়! ৭০০ খ্রিস্টাব্দে রাজা ঢোলন দেও তোমরের এই সাধের প্রাসাদ এখন হেরিটেজ হোটেল বই আর কিছু নয়। সেই ‘বিতর্কিত’ ঢোলপুর প্রাসাদের ছবি এ বার উঠে এল প্রেমাংশু চৌধুরির ক্যামেরায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement