পূর্ণকুম্ভের প্রাক্কালে

বৃহস্পতি ও সূর্য এখন অবস্থান করছেন সিংহ রাশির ঘরে। নিয়ম মেনে তাই শুরু হয়েছে নাসিকের ত্র্যম্বকেশ্বরে পূর্ণকুম্ভের উদযাপন। গোদাবরী তীরে নাসিকের রামকুণ্ডে এবং ত্র্যম্বকেশ্বরের কুশাবর্ত তীর্থে ভিড় বাড়ছে পুণ্যার্থীর। মঙ্গলবার, ভোর ৬টা ১৬ মিনিটে কুম্ভ মেলার আনুষ্ঠানিক সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ১১:৫০
Share:

ত্র্যহস্পর্শ: কুম্ভের বহুরূপী।

বৃহস্পতি ও সূর্য এখন অবস্থান করছেন সিংহ রাশির ঘরে। নিয়ম মেনে তাই শুরু হয়েছে নাসিকের ত্র্যম্বকেশ্বরে পূর্ণকুম্ভের উদযাপন। গোদাবরী তীরে নাসিকের রামকুণ্ডে এবং ত্র্যম্বকেশ্বরের কুশাবর্ত তীর্থে ভিড় বাড়ছে পুণ্যার্থীর। মঙ্গলবার, ভোর ৬টা ১৬ মিনিটে কুম্ভ মেলার আনুষ্ঠানিক সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক। মেলা চলবে ৫৮ দিন ধরে, ১১ অগস্ট পর্যন্ত। তার সঙ্গে পাল্লা দিয়ে চড়বে পুণ্যকামীর উত্তেজনার পারদ। পূর্ণকুম্ভের প্রাক্কালের ছবিটা অবশ্য একটু অন্য রকম। সেই ছবিতে ভক্তের উত্তেজনা থমকে রয়েছে প্রাথমিক পর্যায়ে। আনন্দের লাল রং ছড়িয়ে পড়েছে পতাকা উত্তোলনের শোভাযাত্রায়। পুণ্য কলস মস্তকে বহন করে তীর্থ মুখে চলেছেন শ্বেতবসনা নারীরা। মানুষ তো বটেই, পুণ্য স্নানে গা ডুবিয়েছেন দেবতারাও! পাশাপাশি, বহাল রয়েছে সেলফি তোলার পালাও! নাসিকের ত্র্যম্বকেশ্বরে পূর্ণকুম্ভের প্রাথমিক উদযাপনের কয়েক ঝলক ধরা দিল এই গ্যালারিতে।

Advertisement

ছবি: গেটি ইমেজেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement