পানমশলা-বিতর্ক

ক্ষমাপ্রার্থী ব্রসনন, হুঁশ নেই বলিউডের

চেষ্টাতেও বাগে আসেনি বলিউড, তবে এ বার পান-মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য ক্ষমা চেয়ে নিলেন হলিউডের জেমস বন্ড পিয়ার্স ব্রসনন!

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০৩:১০
Share:

চেষ্টাতেও বাগে আসেনি বলিউড, তবে এ বার পান-মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য ক্ষমা চেয়ে নিলেন হলিউডের জেমস বন্ড পিয়ার্স ব্রসনন!

Advertisement

তিনি বলছেন, পান মশলা নয়, বরং এক ধরনের মাউথ ফ্রেশনারের (নিঃশ্বাসে সুগন্ধ আনতে ব্যবহৃত) বিজ্ঞাপনের কথা বলে তাঁর সঙ্গে চুক্তি করেছিল সংশ্লিষ্ট সংস্থা। জানতেনই না, ওই পণ্য থেকে ক্যানসারের সম্ভাবনা থাকতে পারে! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ব্রসনন। তাঁর বক্তব্য, ওই পানমশলার হোর্ডিং-ব্যানার-বিজ্ঞাপন থেকে দ্রুত তাঁর ছবি সরানোর পাশাপাশি সব চুক্তি বাতিলের নির্দেশও দিয়েছেন সংস্থাকে।

গত ৭ অক্টোবর থেকে ব্রসননের ছবি দিয়ে ভারতে একটি পানমশলার বিজ্ঞাপনী প্রচার শুরু হয়। ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এর মতো বন্ড-ছবির নায়ককে কাঁচাপাকা দাড়ি আর কালো চুলে দেখা যাচ্ছে এই মশলার হোর্ডিংয়ে, ব্যানারে। ব্যবহার করা হয় তাঁর সই। এই বিজ্ঞাপন থেকে প্রশ্ন ওঠে, আদালত যখন ক্যানসার-সচেতনতা বাড়াতে তারকাদের কাছে পানমশলার বিজ্ঞাপনে মুখ না দেখানোর আর্জি জানাচ্ছে, তখন এই বিজ্ঞাপনে রাজি হলেন কেন ব্রসনন?

Advertisement

গত জানুয়ারিতেই ক্যানসারের সচেতনতা প্রচারে পান মশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়ে দিল্লির স্বাস্থ্য দফতর চিঠি পাঠায় শাহরুখ খান, সইফ আলি খান, গোবিন্দ, আরবাজ খান সানি লিওন এবং অজয় দেবগণের কাছে। লাগাতার আর্জির পরেও তারকারা সরে না দাঁড়ানোয় তাঁদের স্ত্রীদের কাছেও অনুরোধের চিঠি যায়। তবে তাতেও বন্ধ হয়নি বিজ্ঞাপন! আদালত জানিয়েছিল, বিজ্ঞাপন করার আগে সংশ্লিষ্ট পণ্যের বিস্তারিত জানতে হবে তারকাদেরও।

বলিউডের টনক না নড়লেও ভাবমূর্তি বাঁচাতে বন্ড বলেছেন, ‘‘আমি ভারত ও ভারতের মানুষকে খুবই ভালবাসি। এই দেশের মানুষের ক্ষতি হয় এমন কোনও পণ্যের প্রচার করব না। না জেনেই এই বিজ্ঞাপন করেছি। তার জন্য দুঃখিত।’’ অভিনেতার বক্তব্য, তাঁকে অন্ধকারে রেখে চুক্তি ভেঙেছে ওই সংস্থা। তিনি ঘুণাক্ষরেও জানতেন না, ওই মশলায় তামাকজাত দ্রব্যের মতো কোনও উপাদান আছে। তাঁকে জানানো হয়, নিঃশ্বাসে সুগন্ধ আনতে ও দাঁত সাদা করতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে মশলাটি। ব্রসনন টেনে আনেন তাঁর পরিবারের কথা। বলেন, ‘‘আমার প্রথম স্ত্রী, মেয়ে ও অসংখ্য বন্ধুকে কেড়ে নিয়েছে এই ক্যানসার। আমি বহু বছর ধরে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষা নিয়ে প্রচার চালাচ্ছি।’’

ব্রসনন ভুল স্বীকার করছেন। তবে যারা পানমশলার ক্ষতিকারক উপাদানের সঙ্গে পরিচিত, সেই বলিউড তারকারা এখনও টিভিতে পানমশলার বিজ্ঞাপনে জ্বলজ্বল করছেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন