National News

দলাই-তাস খেললে আরও চড়া মূল্য চোকাতে হবে: আগুন উগরোচ্ছে ড্রাগন

অরুণাচল প্রদেশ নিয়ে ফের ভারতকে অত্যন্ত কড়া বার্তা দিল চিন। চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বেজিং জানাল, অরুণাচলের ছ’টি এলাকার নতুন নামকরণ করে চিন কোনও ভুল করেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ১৮:১৯
Share:

—প্রতীকী ছবি।

অরুণাচল প্রদেশ নিয়ে ফের ভারতকে অত্যন্ত কড়া বার্তা দিল চিন। চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বেজিং জানাল, অরুণাচলের ছ’টি এলাকার নতুন নামকরণ করে চিন কোনও ভুল করেনি। ওই অঞ্চলকে তিব্বতের দক্ষিণাংশ বলে ফের দাবি করে চিন জানিয়েছে, সেখানকার যে কোনও এলাকার নামকরণ করার বৈধ অধিকার বেজিং-এর রয়েছে। দলাই লামাকে চিনের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা তালিয়ে গেলে ভারতকে আরও ‘চড়া মূল্য’ চোকাতে হবে— এমন কথাও আজ লেখা হয়েছে চিনা সংবাদপত্রটিতে।

Advertisement

১৪ এপ্রিল চিন অরুণাচল প্রদেশের ছ’টি এলাকার নতুন নামকরণ করেছে। সেই খবরও গ্লোবাল টাইমসেই প্রকাশ করা হয়েছিল। স্বাভাবিক ভাবেই বিষয়টি ভাল চোখে দেখেনি নয়াদিল্লি। ভারতের একটি অঙ্গরাজ্যের কিছু কিছু এলাকার নতুন নামকরণ করেই যদি চিন মনে করে রাজ্যটির উপর চিনের দাবি বৈধ হয়ে যাবে, তা হলে চিন ভুল করছে— এমনই প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‘অরুণাচল প্রদেশের প্রতিটি ইঞ্চি ভারতের।’’ রাজ্যটির কোনও এলাকার নামকরণ করার অধিকারই চিনের নেই বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার গ্লোবাল টাইমসে তার পাল্টা প্রতিক্রিয়া এল। সেখানে লেখা হল— দলাই লামা অরুণাচলকে ভারতের অংশ বললেই অরুণাচল ভারতের হয়ে যাবে না। অরুণাচল প্রদেশ আসলে ‘দক্ষিণ তিব্বত’ এবং সেখানকার যে কোনও এলাকার নামকরণ করার ‘বৈধ অধিকার’ চিনের রয়েছে— লেখা হয়েছে চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্রে।

চিনের আসল আক্রোশ যে দলাই লামার অরুণাচল সফর নিয়ে, তাও ফের স্পষ্ট হয়ে গিয়েছে। গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, ‘‘চিন কেন এই সময়ে দক্ষিণ তিব্বতের ছ’টি এলাকার নতুন নামকরণ করল, ভারতের এখন তা গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত। দলাই লামা তাস খেলা নয়াদিল্লির পক্ষে কখনওই বিবেচকের মতো কাজ নয়। ভারত যদি এই সস্তা খেলা চালিয়ে যেতে চায়, তা হলে ভারতকে এর জন্য অত্যন্ত চড়া মূল্য চোকাতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র গুলি করে নামানোর হুঁশিয়ারি আমেরিকার

চিনের শাসকের মুখপত্রে অভিযোগ করা হয়েছে, বেজিং দীর্ঘ দিন ধরেই চিন-ভারত সীমান্ত সমস্যা মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নয়াদিল্লি সমস্যা মেটাতে চায় না। সেখানে লেখা হয়েছে, ‘‘মনে হচ্ছে ভারত নিজের সক্ষমতাকে চিনের সঙ্গে তুলনা করার একগুঁয়েমিতে ফেঁসে গিয়েছে।’’ কোন দেশের শক্তি কতটা, কার প্রভাব বেশি, এ সব মাপলে কখনও সীমান্ত সমস্যার সমাধান হয় না— লেখা হয়েছে চিনা কাগজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন