‘আয়ুষ্মান ভারত’ নিয়ে নবীন নিশানা মোদীর

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ঝড়সুগুদা/তালচের (ওড়িশা) শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৮
Share:

রাজ্যের বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের কথা মাথায় রেখে একদা জোট-সঙ্গী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রস্তাবিত স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’কে নবীন পট্টনায়ক সরকারের খারিজ করে দেওয়া বা স্বচ্ছ ভারত প্রকল্পে ওড়িশার ‘খারাপ’ ফল নিয়ে এ দিন সরব হন প্রধানমন্ত্রী। শনিবার একদিনের ওড়িশা সফরে গিয়ে এ সব নিয়ে সরাসরি নবীনকে নিশানা করেন মোদী। পাল্টা জবাবে নবীন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্পের চেয়েও তাঁর সরকারের স্বাস্থ্য প্রকল্প ভাল। তিনি মোদীকে দুর্নীতি, তেলের দামবৃদ্ধির মতো বিষয়ে নজর দিতে পরামর্শ দেন।

Advertisement

শনিবার তালচেরে একটি সার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, আগামী ভোটে বিজেপি ফের ক্ষমতায় ফিরবে এবং তিন বছর পরে তিনি এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার জন্য নিজে আসবেন। এ দিন ঝড়সুগুদায় একটি জনসভাও করেন মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, তালচেরের সার প্রকল্পটিতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন হবে। প্রায় ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই প্রকল্পে প্রায় সাড়ে ৪ হাজার লোকের চাকরি হবে বলে জানানো হয়েছে।

ওড়িশায় নবীন সরকারের কাজকর্ম নিয়ে বেশ কিছু দিন ধরেই সরব বিরোধীরা। বৃক্ষরোপণ থেকে সড়ক নির্মাণ, সেচ-সহ বহু বিষয়েই নবীন সরকারের কাজ নিয়ে ক্ষোভ রয়েছে। এ দিন ঝড়সুগুদার সভায় সেই সব বিষয় তুলে ধরে মোদী বলেন, এ ভাবে কোনও উন্নয়নের কাজ হয় না।

Advertisement

নবীন দীর্ঘদিন বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের শরিক ছিলেন। কিন্তু ২০১৪-য় মোদীকে বিজেপি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার পরেই জোট ছাড়ে নবীনের দল বিজেডি। ইদানীং অবশ্য বিজেডির সঙ্গে বিজেপির সংসদে যোগাযোগ বেড়েছে। আস্থাভোটের সময়েও বিজেপির পাশেই ছিল নবীনের দল। তার মধ্যেই মোদীর এ দিনের সমালোচনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নবীন নিজেও মোদীর সমালোচনার জবাব দিতে ছাড়েননি। বিভিন্ন বিষয়ে মোদী সরকারকে তুলোধনা করে তিনি জানান, সামনেই ওড়িশা বিধানসভা ভোট। তা ছাড়া লোকসভা ভোটও দেরি নেই। সে কথা মাথায় রেখেই দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য মোদী এ সব বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন