Kashmir issue

কাশ্মীর নিয়ে সক্রিয় মোদী, কংগ্রেসও

কাশ্মীরের পরিস্থিতি ফের উত্তাল হওয়ার পর বুধবার রাজনাথ সিংহ, সুষমা স্বরাজদের নিয়ে দলের কোর কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতেও কাশ্মীর নিয়ে আলোচনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:৪৬
Share:

কাশ্মীরের পরিস্থিতি ফের উত্তাল হওয়ার পর বুধবার রাজনাথ সিংহ, সুষমা স্বরাজদের নিয়ে দলের কোর কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতেও কাশ্মীর নিয়ে আলোচনা হয়। আবার এ দিনই কাশ্মীর নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে দলের একটি কমিটি গড়েছেন সনিয়া গাঁধীও। জম্মু-কাশ্মীরের কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের একটি প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করেন রাহুল গাঁধী। পরে সে দলটি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায়।

Advertisement

কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার কাশ্মীরের পরিস্থিতি আঁচ করতেই ব্যর্থ। সেখানকার মানুষের মন বুঝতে হবে সরকারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement