political News

আগামী তিন অলিম্পিক্সের জন্য টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত মোদীর

আগামী অলিম্পিক্সের কথা মাথায় রেখে এ বার আগাম প্রস্তুতি নিতে চলেছে ভারত সরকার। অলিম্পিক্সে যাতে রিও-র মতো আর মুখ থুবড়ে পড়তে না হয় তাই স্পেশাল টাস্ক ফোর্স গড়ার প্রস্তাব দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ২১:৫৯
Share:

আগামী অলিম্পিক্সের কথা মাথায় রেখে এ বার আগাম প্রস্তুতি নিতে চলেছে ভারত সরকার। অলিম্পিক্সে যাতে রিও-র মতো আর মুখ থুবড়ে পড়তে না হয় তাই স্পেশাল টাস্ক ফোর্স গড়ার প্রস্তাব দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এ কথা জানিয়েছেন মোদী।

Advertisement

তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই টাস্ক ফোর্স গঠন করাও হবে। পরিকাঠামো, প্রশিক্ষণের সঙ্গে আগামী অলিম্পিক্সগুলির জন্য কোন কোন খেলোয়াড় নির্বাচিত হবেন তা নির্ধারণের ভার থাকবে এই টাস্ক ফোর্সের উপর। পাশাপাশি এই সংক্রান্ত যে কোনও সমস্যারও সমাধান করবে এই টাস্ক ফোর্স। মূলত আগামী তিনটি অলিম্পিক্সের (২০২০, ২০২৪ এবং ২০২৮ সাল) দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: ধর্তব্যের বাইরেই প্রবীণরা, চোখে আঙুল দিয়ে দেখাল বিজেপির মার্গদর্শক মণ্ডল

Advertisement

চলতি বছরে রিও অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১১৮ জন অ্যাথলিট। যার মধ্যে মাত্র দু’টি পদক (একটি রুপো আর একটি ব্রোঞ্জ) জুটেছে ভারতের ভাগ্যে। এই ফলের জন্য অবশ্য বেশিরভাগ ভারতীয় অ্যাথলিটই পরিকাঠামোর অভাবকেই দায়ী করেছেন। সে কারণেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন