PM Narendra Modi

চাকরি নিয়ে মোদীর দাবি

লোকসভা ভোটের আগে বেকারত্বের প্রশ্নে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধীরা। এর জবাব দিতে দু’বছর ধরে ঘটা করে রোজগার মেলার আয়োজন করে চলেছে কেন্দ্রীয় সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৬:২৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে বলে রোজগার মেলার ১৬তম পর্বে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ বলেন, ‘‘ভারতের অন্যতম শক্তি হল, উৎপাদন ক্ষেত্র। পাশাপাশি, বেসরকারি ক্ষেত্রে চাকরি সৃষ্টি করার জন্যও জোর দিয়েছে সরকার।’’

লোকসভা ভোটের আগে বেকারত্বের প্রশ্নে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধীরা। এর জবাব দিতে দু’বছর ধরে ঘটা করে রোজগার মেলার আয়োজন করে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ ১৬তম রোজগার মেলায় দেশের ৪৭টি জায়গায় প্রায় ৫১ হাজারের বেশি মানুষের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যার মধ্যে বেশিরভাগই চাকরি পেয়েছেন ভারতীয় রেলে। এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রোজগার মেলার মাধ্যমে কয়েক লক্ষ ব্যক্তি ভারত সরকারে স্থায়ী চাকরি পেয়েছেন। আজ গোটা পৃথিবী মেনে নিয়েছে, ভারত দুই শক্তিতে বলীয়ান। এক: ডেমোক্রেসি (গণতন্ত্র)। দুই: ডেমোগ্রাফি (জনসংখ্যা)।”মোদীর দাবি, তাঁর সরকার সরকারি চাকরির সঙ্গে বেসরকারিক্ষেত্রেও নতুন চাকরির সুযোগ তৈরি করছে। সেই লক্ষ্যে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিম শুরু করেছে সরকার। এই প্রকল্পে প্রায় ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর লক্ষ্যমাত্রা হল, ৩.৫ কোটি নতুন চাকরি সৃষ্টি করা।

এ দিন শিয়ালদহে বি সি রায় অডিটোরিয়ামে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দকুমার দেউস্করের উপস্থিতিতে ২৫১ জন চাকরি প্রাপকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন