বারাণসী স্টেশন থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে চারটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তিনি বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজ়পুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারতের উদ্বোধন করেন।
বারাণসী স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান থেকে মোদী বলেন, “বেশির ভাগ দেশেই উন্নতির ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি শহরের উন্নয়ন তখনই শুরু হয়, যখন সেখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকে।” প্রধানমন্ত্রী জানান, দ্রুত গতির বন্দে ভারত দেশের বিখ্যাত ধর্মীয় স্থান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিকে জুড়বে এবং এর ফলে উপকৃত হবেন অনেকে। শনিবার সবুজ পতাকা নেড়ে বারাণসী-খাজুরাহো বন্দে ভারতের উদ্বোধন করেন মোদী। ভার্চুয়াল মাধ্যমে বাকি তিনটি বন্দে ভারতের উদ্বোধন করেন।
বারাণসী-খাজুরাহো বন্দে ভারত বারাণসী থেকে প্রয়াগরাজ, চিত্রকূট হয়ে মধ্যপ্রদেশের খাজুরাহো যাবে। সময় লাগবে ২ ঘণ্টা ৪০ মিনিট। লখনউ-সাহারানপুর বন্দে ভারত লখনউ থেকে সীতাপুর, শাহজাহানপুর, বরেলী, মোরাদাবাদ, বিজনৌর হয়ে ৭ ঘণ্টা ৪৫ মিনিটে সাহারানপুর পৌঁছোবে। ফিরোজ়পুর-দিল্লি বন্দে ভারত পঞ্জাবের ফিরোজ়পুর থেকে বঠীন্ডা, পটীয়ালা হয়ে ৬ ঘণ্টা ৪০ মিনিটে দিল্লি পৌঁছোবে। আর এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত যাত্রাপথ শেষ করতে সময় নেবে ৮ ঘণ্টা ৪০ মিনিট। নতুন চারটি ট্রেন যুক্ত হওয়ার পর বর্তমানে ভারতে পরিষেবা দেবে ১৬০টিরও বেশি বন্দে ভারত।