Asansol Incident

আসানসোলের কয়লাখনিতে ধস! চাপা পড়ে মৃত্যু যুবকের, আরও অনেকের আটকে পড়ার আশঙ্কা গ্রামবাসীদের

স্থানীয়দের অভিযোগ, বৈধ কয়লাখনিতে দিনের পর অবৈধ ভাবে কয়লাখনন চলছে। খনি কর্তৃপক্ষ এবং পাহারার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী (সিআইএসএফ) সব দেখেও নিশ্চুপ বলে দাবি স্থানীয়দের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১২:০১
Share:

আসানসোলের কয়লাখনিতে ধস নেমে বিপর্যয়। চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে আসানসোলের বারাবনি এলাকার চরণপুর গ্রামে ওই বৈধ কয়লাখনিতে ধস নামে। প্রশাসনিক সূত্রে খবর, খনিটি বৈধ হলেও সেখানে দীর্ঘ দিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ ভাবে কয়লাখনন চলত। এই কাজে যুক্ত গ্রামবাসীদের একাংশই।

Advertisement

শনিবারও সেই রকম ভাবে গ্রামবাসী এবং স্থানীয়দের একাংশ খনির ভিতরে ঢোকেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের। বাকিরা পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের একাংশের আশঙ্কা, খনির ভিতর আরও অনেকে আটকে থাকতে পারেন। তবে সেই আশঙ্কার কথা খারিজ করে দিয়েছে পুলিশ। সৌরভ গোস্বামী নামের ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পাশের দোমোহানি গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, কয়লাখনিতে দিনের পর অবৈধ ভাবে কয়লাখনন চলছে। খনি কর্তৃপক্ষ এবং পাহারার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী (সিআইএসএফ) সব দেখেও নিশ্চুপ বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে এ-ও জানা গিয়েছে, ওই এলাকায় বাসিন্দাদের একাংশ স্রেফ রুজিরুটির তাগিদেই ঝুঁকিপূর্ণ উপায়ে খনিতে ঢুকে কয়লাচুরির চেষ্টা করেন। শনিবার তেমনটা করতে গিয়েই ঘটে গেল এই বিপর্যয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement