International Yoga Day 2025

দুনিয়ায় শান্তি ফেরাতে পারে যোগাভ্যাস: মোদী

মোদী এ দিন দাবি করেন, যোগাভ্যাস ব্যক্তিগত শৃঙ্খলাকে গড়ে তুলতে যেমন সাহায্য করে তেমনি ব্যক্তি মানুষকে সামাজিক ভাবনা ভাবতেও শেখায়। তাঁর কথায়, ‘‘এটা এমন একটি প্রক্রিয়া, যাতে আমি থেকে আমরা হওয়া যায়।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ০৯:১৬
Share:

১১তম আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ছবি: পিটিআই।

যোগাভ্যাস বর্তমানের অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে একটি যোগ শিবিরে অংশগ্রহণ করেন মোদী। এর পরেই সংবাদমাধ্যমে তাঁর মন্তব্য, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আজ গোটা বিশ্বকে উত্তেজনা, অধৈর্য্যের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অনেক জায়গায় এই অস্থিরতা বেড়েই চলেছে। তবে যোগাভ্যাস শান্তির দিশা দেখাতে পারে। ভারসাম্যহীনতা দূর করে মানবজাতির বিকাশের পূর্ণতার জন্য যোগাভ্যাস কার্যকরী ভূমিকা নিতে পারে।’’ গোটা দুনিয়ার উদ্দেশে মোদীর আহ্বান, মানুষের ভিতরের শান্তির ভাবনাকে প্রাধান্য দিতে ‘মানবজাতির জন্য যোগাভ্যাস’কে বিশ্বের নীতি হিসেবে তুলে ধরা হোক। যোগাভ্যাস যে ভাবে আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পাচ্ছে, তার জন্য বিশ্বের মানুষকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, যোগাভ্যাস এখন গোটা দুনিয়াকে এক সুতোয় বাঁধতে সাহায্য করছে।

মোদী এ দিন দাবি করেন, যোগাভ্যাস ব্যক্তিগত শৃঙ্খলাকে গড়ে তুলতে যেমন সাহায্য করে তেমনি ব্যক্তি মানুষকে সামাজিক ভাবনা ভাবতেও শেখায়। তাঁর কথায়, ‘‘এটা এমন একটি প্রক্রিয়া, যাতে আমি থেকে আমরা হওয়া যায়।’’ এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের ভাবনা ছিল, ‘এক বিশ্ব, এক স্বাস্থ্যের জন্য যোগাভ্যাস’। মোদী জানান, ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে তুলে ধরতে নয়াদিল্লি রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই ১৭৫টি দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ উধমপুরে পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে সেনাবাহিনীর জওয়ান ও আধিকারিকদের সঙ্গে দেখা করে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে তাঁদের ভূমিকার প্রশংসা করেন তিনি। রাজনাথ দাবি করেন, অপারেশন সিঁদুর ভারতের তরফে শুধুমাত্র কোনও প্রতিক্রিয়া নয়, এই অভিযান এখনও শেষ হয়নি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ‘‘পহেলগামের হত্যা সীমান্তপার থেকে ঘটানো জঙ্গি হামলার কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সরাসরি ভারতের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা। এই চক্রান্তকে প্রতিহত করেছি, এতটাই জোরালো ভাবে জবাব দিয়েছি যে, পাকিস্তান হাঁটু মুড়তে বাধ্য হয়েছে।’’ রাজনাথ জানান, অপারেশন সিঁদুর সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে, সেই অভিযান এখনও শেষ হয়ে যায়নি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ‘‘ভারতের মাটিতে জঙ্গি হামলা চালালে পাকিস্তানকে এখন অনেক মূল্য চোকাতে হবে। এ জন্য প্রস্তুত ভারত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন