India Pakistan Tension

ভারত-পাক উত্তেজনা: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষাসচিব, উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রণা

পহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গত ১১ দিন ধরে প্রতি রাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৩:৫৪
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রতিরক্ষাসচিব রাজেশকুমার সিংহের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও কাণ্ড পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গত ১১ দিন ধরে প্রতি রাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। জবাব দিয়েছে ভারতীয় সেনাও। রবিবার রাতেও সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক ফৌজের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে প্রতিরক্ষাসচিবের সঙ্গে বৈঠক সারলেন মোদী। ঘটনাচক্রে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রবিবারই দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, “যাঁরা আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে, তাদের সমুচিত জবাব দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।”

Advertisement

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। ওই ঘটনায় সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর থেকে ১২ দিন কেটে গিয়েছে। তবে হামলায় জড়িত জঙ্গিরা এখনও ধরা পড়েনি। তাদের খোঁজে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পরের দিন গত ২৩ এপ্রিল থেকে নয়াদিল্লিতে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক দেখা গিয়েছে। কখনও কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখেদের নিয়ে বৈঠক করছেন মোদী। কখনও বৈঠক হয়েছে সেনা সর্বাধিনায়কের সঙ্গে। তিন বাহিনীর প্রধানের সঙ্গেও পৃথক পৃথক ভাবে আলোচনা হয়েছে তাঁর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও মন্ত্রণাবৈঠকে বসেছিলেন মোদী।

Advertisement

একই রকম ভাবে পাকিস্তানেও গত কয়েক দিনে একাধিক উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। দফায় দফায় বৈঠক হয়েছে ইসলামাবাদেও। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার পাকিস্তানের পার্লামেন্টে বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর একটি প্রতিবেদনের দাবি, পহেলগাঁও কাণ্ড পরবর্তী উত্তেজনা প্রসঙ্গে নয়াদিল্লির বিরুদ্ধে শীঘ্রই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement