ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
জুলাই মাসে আট দিনে মোট পাঁচটি দেশে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় রয়েছে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ। মূলত ব্রাজ়িলে ব্রিকস সম্মেলনে যোগ দিতেই এই সফরের আয়োজন। তবে ব্রাজ়িলে যাওয়ার পথে আরও তিনটি দেশ এবং ফেরার পথে একটি দেশে ঘুরে আসবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে তাঁর সফরসূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২ জুলাই রওনা দেবেন প্রধানমন্ত্রী। প্রথমে যাবেন পশ্চিম আফ্রিকার ঘানায়। এটি মোদীর প্রথম ঘানা সফর। ভারতের কোনও প্রধানমন্ত্রী গত তিন দশকে ঘানা সফর করেননি। ফলে তিন দশকে ঘানায় এটাই ভারতের প্রধানমন্ত্রীর প্রথম সফর। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত তিনি ঘানায় থাকবেন। ভারতের সঙ্গে ঘানার দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধন জোরদার করা, অর্থনীতি, প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত সহযোগিতা নিশ্চিত করাই এই সফরের লক্ষ্য।
ঘানা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগোতে যাবেন মোদী। ৩ এবং ৪ জুলাই এই দেশে থাকবেন। ১৯৯৯ সালের পর ত্রিনিদাদ ও টোবাগোতে এটাই ভারতের কোনও প্রধানমন্ত্রীর প্রথম সফর। মোদীও এই প্রথম এই দেশে যাচ্ছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কাংগালু এবং প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে বৈঠক করবেন মোদী। সংসদের যৌথ সমাবেশে তাঁর বক্তৃতা করারও কথা রয়েছে এই দেশে।
ত্রিনিদাদ ও টোবাগো থেকে মোদী সোজা চলে যাবেন দক্ষিণ আমেরিকায়। ৪ এবং ৫ জুলাই থাকবেন আর্জেন্টিনায়। সেখানে প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করার কথা মোদীর। প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, বাণিজ্য, বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত এবং আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যে এই সফর, জানিয়েছে বিদেশ মন্ত্রক।
আর্জেন্টিনা থেকে ব্রাজি়লে যাবেন মোদী। প্রেসিডেন্ট লুলা দা সিলভার আতিথ্য গ্রহণ করবেন। ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ব্রাজ়িলে থাকার কথা মোদীর। সেখানে আয়োজিত ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে ব্রাজি়লে এটা মোদীর চতুর্থ সফর হতে চলেছে। ব্রিকস সম্মেলন হবে রিও ডি জেনেইরো শহরে। ব্রিকসের পাশাপাশি একাধিক দেশের সঙ্গে ব্রাজ়িলেই দ্বিপাক্ষিক আলোচনা সারতে পারেন মোদী। আলাদা করে ব্রাসিলিয়া শহরে ব্রাজ়িলের প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা।
ব্রাজ়িল থেকে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ায় যাবেন মোদী। সেখানেও এটাই তাঁর প্রথম সফর। এখনও পর্যন্ত নামিবিয়ায় ভারতের দু’টি প্রধানমন্ত্রী স্তরের সফর হয়েছে। মোদী হবেন নামিবিয়ায় সফরকারী তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে তিনি প্রেসিডেন্ট নেটুম্বো ন্যান্ডি-নাইতওয়ার সঙ্গে বৈঠক করবেন। এই দেশ থেকে আফ্রিকান চিতা ভারতে এসেছে। মোদী সরকারই সে বিষয়ে উদ্যোগী হয়েছিল। মোদীর সশরীরে সফর নামিবিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।