(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।
শেষবেলায় দিল্লিতে ভোটপ্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজধানীতে এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আবার এক বার অরবিন্দ কেজরীওয়ালের দলকে ‘আপ-দ’ বলে নিশানা করলেন তিনি। তাঁর দাবি, দিল্লিতে বস্তি ভাঙা নিয়ে গুজব ছড়াচ্ছে আম আদমি পার্টি (আপ)।
ভোটপ্রচারে গত কয়েক দিন ধরে কেজরীওয়াল-সহ আপ নেতাদের গলাতে শোনা যাচ্ছে দিল্লির বস্তি নিয়ে উদ্বেগের কথা। তাঁদের দাবি, ‘‘ক্ষমতায় এলে বস্তিবাসীদের জায়গা কেড়ে নিয়ে সেখানে উচ্চবিত্তদের জন্য আবাসন বানাবে বিজেপি।’’ আপের সেই দাবি নস্যাৎ করলেন মোদী। রবিবারের জনসভায় তিনি বলেন, ‘‘দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে একটি বস্তিও ভাঙা হবে না।’’ শুধু তা-ই নয়, একটি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না বলে আশ্বাস দেন মোদী। তাঁর কথায়, ‘‘আমরা শুধু ‘আপ-দ’-এর মতো ঘোষণা করতে হয় বলে করি না। আমরা বাজেটে সেটা করে দেখাই।’’
মোদী জনসভা থেকে বলেন, ‘‘‘আপ-দ’-দের ছড়ানো গুজবে কান দেবেন না। দিল্লিতে একটি বস্তিও ভাঙা হবে না। করোনার সময় ওরা (আপ) আমার পূর্বাচল ভাইদের দিল্লি থেকে চলে যেতে বাধ্য করেছিল। কিন্তু বিজেপি সরকার সকলে জন্য সাহায্য অব্যাহত রাখবে।’’ দিল্লিতে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী মোদী। তাঁর কথায়, ‘‘এ বার দিল্লিতে বিজেপিই সরকার গঠন করতে চলেছে। দিল্লির ‘আপ-দ’ দল এখানে ১১ বছর নষ্ট করেছে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের (দিল্লিবাসীর) প্রতিটি সমস্যা সমাধানের জন্য যতটা করতে পারি, তা করব।’’ শুধু আপকে নয়, মোদীর নিশানায় ছিল কংগ্রেসও। মোদীর কথায়, ‘‘কমনওয়েলথ কেলেঙ্কারির দাগ এতটা গভীর যে কংগ্রেস কখনওই সেই সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে পারবে না।’’
অন্য দিকে, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন কেজরীওয়াল। চিঠিতে তিনি উদ্বেগপ্রকাশ করে লেখেন, ‘‘দিল্লিতে আপ কর্মীদের উপর হামলা করা হচ্ছে।’’ হামলার নেপথ্যে বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী রয়েছে বলে দাবি কেজরীওয়ালের। তিনি চান রাজধানীতে নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করা হোক। সেই কথাও চিঠিতে উল্লেখ করেছেন আপ প্রধান।