পঞ্জাবে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বন্যায় বিধ্বস্ত পঞ্জাব। জলমগ্ন একের পর এক গ্রাম। পঞ্জাবে বন্যায় বিধ্বস্ত এলাকার খোঁজখবর নিতে ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সেখানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ কথা জানিয়েছে বিজেপির পঞ্জাব শাখা। তারা জানিয়েছে, পঞ্জাবের গুরুদাসপুরে যাবেন মোদী। সেখানে বন্যায় বিপর্যস্ত পরিবার এবং কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
উত্তর ভারতে একটানা বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে শতদ্রু, বিপাশা, ইরাবতী-সহ বহু নদী। তার জেরে জলমগ্ন পঞ্জাবের প্রায় দু’হাজার গ্রাম। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পঞ্জাবের পাশে রয়েছে তারা। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সে রাজ্যের কৃষকদের সাহায্যের কথাও ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে পঞ্জাবে যাচ্ছেন মোদী। সূত্রের খবর, প্লাবনের ফলে কৃষিক্ষেত্রে যে পলি জমেছে, তা দ্রুত অপসারণের বিষয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। বন্যার জল সরে গেলে পশুর দেহ দ্রুত সরিয়ে ফেলার বিষয়েও সচেতন করতে পারেন তিনি। অভিযোগ, দীর্ঘ দিন ধরে শতদ্রু, বিপাশা, ইরাবতী, ঘাগ্গর নদীর তীর থেকে বেআইনি ভাবে বালি তোলার ফলেই এই বিপর্যয় হয়েছে। সূত্রের খবর, সেই নিয়েও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপির পঞ্জাব শাখার সভাপতি সুনীল জাখর জানিয়েছেন, পঞ্জাবের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। বিপর্যয় খতিয়ে দেখতে পদক্ষেপও করেছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকেরা।
কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকেরা। শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবে বন্যায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন। সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন হোসিয়ারপুর, অমৃতসরে। সেখানে সাত জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে বন্যার জেরে। পঠানকোটে মারা গিয়েছেন ছ’জন। বর্নালায় মারা গিয়েছে পাঁচ জন। লুধিয়ানা, ভটিন্ডায় চার জন করে মারা গিয়েছেন।