Israel-Hamas Conflict

ট্রাম্প-প্রস্তাবের প্রথম দফায় সম্মতি ইজ়রায়েল-হামাসের, স্বাগত জানালেন মোদী, একই সঙ্গে নেতানিয়াহুরও প্রশংসা

প্রধানমন্ত্রী মোদী সমাজমাধ্যমে লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রথম দফায় সম্মতি জানানোর বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বেরও প্রতিফলন।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৬:২৭
Share:

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহু। — ফাইল চিত্র।

গাজ়ায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন, তার প্রথম দফায় সম্মতির কথা জানিয়েছে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার পরেই বৃহস্পতিবার বেলায় সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই ঘটনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘শক্তিশালী নেতৃত্ব’-এরও প্রশংসা করেছেন তিনি।

Advertisement

প্রধানমন্ত্রী মোদী সমাজমাধ্যমের ওই পোস্টে লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রথম দফায় সম্মতি জানানোর বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বেরও প্রতিফলন।” একই সঙ্গে মোদীর সংযোজন, “আমরা আশা রাখি যে, সব বন্দির মুক্তি দেওয়া হবে এবং গাজ়ার মানুষকে মানবিক সাহায্য করার সুযোগ বাড়বে। এর ফলে দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত হবে।”

যুযুধান দু’পক্ষ কী কী শর্ত মানার বিষয়ে সম্মত হয়েছে, তা জানিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, “খুব তাড়াতাড়ি সব বন্দি মুক্তি পাবেন। ইজ়রায়েল (গাজ়া থেকে) পূর্বনির্ধারিত সীমা পর্যন্ত বাহিনী সরিয়ে নেবে।” গাজ়ায় শক্তিশালী এবং চিরস্থায়ী শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। শর্তগুলি পালনের বিষয়ে দু’পক্ষকে রাজি করানোর জন্য ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন তিন মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর এবং তুরস্ককে।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চুক্তিতে সম্মত হওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময় করবে ইজ়রায়েল এবং হামাস। হামাসের হেফাজতে থাকা ইজ়রায়েলের সমস্ত জীবিত বন্দির বিনিময়ে ২০০০ প্যালেস্টাইনিকে মুক্তি দেবে নেতানিয়াহুর সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement