PM Modi in Oman

ওমান সফরে প্রধানমন্ত্রী মোদীর ডান কানে অভিনব ‘অলঙ্কার’! নেপথ্যে কোন কারণ

ইথিওপিয়া থেকে বুধবার দু’দিনের সফরে ওমানে যান প্রধানমন্ত্রী। ওমানের রাজধানী মাসকটে তাঁকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী (প্রতিরক্ষা সংক্রান্ত) সঈদ শিহাব বিন তারিক আল সইদ। সেই সময়ই মোদীর ডান কানে দেখা যায় ওই ‘অলঙ্কার’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:২০
Share:

প্রধানমন্ত্রী মোদীর ডান কানের ‘অলঙ্কার’ নিয়ে তুঙ্গে আলোচনা। ছবি: পিটিআই।

ওমান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে দেখা গেল অভিনব ‘অলঙ্কার’। ইথিওপিয়া থেকে বুধবার দু’দিনের সফরে ওমানে যান প্রধানমন্ত্রী। ওমানের রাজধানী মাসকটে তাঁকে স্বাগত জানান সে দেশের উপপ্রধানমন্ত্রী (প্রতিরক্ষা সংক্রান্ত) সঈদ শিহাব বিন তারিক আল সইদ। সেই সময়ই মোদীর ডান কানে দেখা যায় ওই ‘অলঙ্কার’।

Advertisement

মোদী নিজের বেশভূষার ব্যাপারে বরাবরই সচেতন এবং শৌখিন। সাধারণত গলাবন্ধ জ্যাকেট, ধোপদুরস্ত কুর্তা, কখনও রঙিন পাগড়ি বা টুপি পরতে দেখা যায় তাঁকে। স্বাভাবিক ভাবেই মোদীর ডান কানের ওই অলঙ্কার বেমানান ঠেকে অনেকের কাছে। কী কারণে তিনি ওই অলঙ্কার পরেছেন, তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, মোদীর ডান কানে যেটি দেখা যাচ্ছে, ওটা আসলে দুল।

পরে জানা যায়, আদতে ওটি দুল বা অন্য কোনও অলঙ্কার নয়। মোদী পরেছিলেন ‘রিয়্যাল টাইম’ অনুবাদক যন্ত্র। সাধারণত উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে এ ধরনের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে দুই বা ততোধিক ভিন্ন ভাষাভাষী মানুষ খুব সহজেই নিজেদের মধ্যে বার্তা বিনিময় করতে পারেন।

Advertisement

পশ্চিম এশিয়ার দেশ ওমানের সরকারি ভাষা আরবি। তাই সে দেশের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর আলোচনার ক্ষেত্রে ভাষা অন্তরায় হতে পারত। সেই সম্ভাবনা এড়াতেই প্রধানমন্ত্রী ওই অনুবাদক যন্ত্র পরে নিয়েছিলেন বলে জানা গিয়েছে। কূটনৈতিক সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে অনেক সময়ই অনুবাদক থাকেন। কিন্তু সে ক্ষেত্রে অনুবাদ না-হওয়া পর্যন্ত দুই রাষ্ট্রপ্রধানকে থামতে হয়। ফলে কথার মাঝে ছন্দপতন হয়। অনুবাদক যন্ত্রে তুলনায় দ্রুত অনুবাদের কাজ হয়।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে। মোদীর ওমান সফরে দুই দেশ মুক্ত বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে সে দেশে ভারতের রফতানি করা ৯৮ শতাংশ পণ্যেই আর কোনও শুল্ক লাগবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই সফরেই মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়ে সম্মানিত করেছে ওমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement