Bipin rawat

General Bipin Rawat:পালাম বিমানবন্দরে জেনারেল রাওয়তকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী, শুক্রবার শেষকৃত্য

এগারোটা থেকে রাওয়তের দেহ রাখা থাকবে তাঁর দিল্লির বাড়িতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ২১:৪২
Share:

শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। টুইটার থেকে নেওয়া

তামিলনাড়ুর নীলগিরি থেকে দিল্লির পালাম বিমানবন্দরে আনা হল জেনারেল বিপিন রাওয়তের দেহ। একই সঙ্গে তাঁর স্ত্রী এবং অন্য ১০ জনের দেহও বৃহস্পতিবার রাতে আনা হয়েছে দিল্লিতে। সেখানে তাঁদের শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানেরা। জেনারেল রাওয়তের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

Advertisement

শুক্রবার সকাল ১১টা থেকে রাওয়তের দেহ রাখা থাকবে তাঁর দিল্লির বাড়িতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। সাডে় ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর দুটোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়তের শেষযাত্রা। বিকেল ৪টেয় রাওয়তের শেষকৃত্য সম্পন্ন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন