National

‘দুর্নীতির বিরুদ্ধে যজ্ঞে সামিল দেশের মানুষকে স্যালুট জানাই’

দুর্নীতি, কালো টাকা আর সন্ত্রাসের বিরুদ্ধে আন্তরিক ও অবিরাম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষকে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমজনতার এই লড়াইকে প্রধানমন্ত্রী নাম দিয়েছেন ‘যজ্ঞ’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৪১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুর্নীতি, কালো টাকা আর সন্ত্রাসের বিরুদ্ধে আন্তরিক ও অবিরাম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষকে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমজনতার এই লড়াইকে প্রধানমন্ত্রী নাম দিয়েছেন ‘যজ্ঞ’।

Advertisement

কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু করতে ঠিক এক মাস আগে আচমকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জেরে গত এক মাস ধরে দেশের সাধারণ মানুষের ভোগান্তি কম হয়নি। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিরোধীরা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংসদ অচল করে দিয়েছেন। আজ, সরকারি সিদ্ধান্তের এক মাস পূর্তিতে ‘কালা দিবস’ পালনেরও ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কাঁধ আর ছাতি চওড়া হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি! সিনেমা করুন’

Advertisement

আমজনতা যে তার পরেও সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাতে দ্বিধা করেননি, সম্ভবত তাকেই স্বীকৃতি দিতে গিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী তাঁর টুইটে বলেছেন, ‘‘দুর্নীতি, কালো টাকা আর সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষ যে আন্তরিক ও অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন, তাকে আমি স্যালুট করি। ভাল কিছু পেতে গেলে কিছু দিন কিছু কষ্ট করতে হয়। আমি গোড়া থেকেই এই কথাটা বলে এসেছি। আগেই বলেছি, এই সরকারি পদক্ষেপের ফলে মানুষের কিছু দিন অসুবিধা হবে। কিন্তু দীর্ঘমেয়াদি সুফল ভোগ করার জন্য অল্প দিনের জন্য একটু কষ্ট করতেই হয়। তবে কালো টাকার বিরুদ্ধে লড়াইটা আমরা জিতে গিয়েছি। এটা গরিব, সদ্যোজাত মধ্যবিত্ত শ্রেণি আর আগামী প্রজন্মের ভিত শক্ত করে তুলবে।’’

এই সরকারি পদক্ষেপে দেশে কারা কারা কোন কোন শ্রেণির মানুষ উপকৃত হবেন, তাও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘এই সিদ্ধান্তের ফলে কৃষক, ব্যবসায়ী আর সাধারণ শ্রমিকরা খুবই উপকৃত হবেন। তাঁরাই দেশের অর্থনীতির মূল চালিকা-শক্তি। দুর্নীতি আর কালো টাকার দৌরাত্ম্যেই দেশের গ্রামাঞ্চলের উন্নয়ন আর সমৃদ্ধি থমকে গিয়েছে। থমকে থেকেছে। এ বার কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার পালা আমাদের গ্রামগুলির।’’

এই সিদ্ধান্তের ফলে দেশে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা একটি নতুন মাত্রা পেয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন