জেরার নামে তরুণীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছেটালো পুলিশ!

জেরা করার নামে এক তরুণীকে থানায় নিয়ে গিয়ে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মহারাষ্ট্রের অরাঙ্গাবাদের ঘটনা। সঙ্গীকে খুনের অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ১২:১৯
Share:

জেরা করার নামে এক তরুণীকে থানায় নিয়ে গিয়ে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মহারাষ্ট্রের অরাঙ্গাবাদের ঘটনা। সঙ্গীকে খুনের অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তরুণীর অভিযোগ থানায় নিয়ে গিয়ে প্রথমে তাঁর জামাকাপড় খোলানো হয়, তাপ পর তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ঢুকিয়ে দেওয়া হয়।

Advertisement

এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কী হয়েছিল?

Advertisement

সূত্রের খবর, নিউ ইয়ার সেলিব্রেট করতে ওই তরুণী এবং তাঁর ৬ বন্ধু মিলে এক হোটেলে যান। ওই দলে আরও এক তরুণী ছিলেন। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। এঁদের মধ্যে এক যুবক বেসামাল হয়ে পড়েন। তাঁকে তাঁর বাড়ির সামনে নামিয়ে দেন বাকিরা। তার পর সেখান থেকে তাঁরা একটা লজে যান। কিন্তু সেখানে গিয়ে ওই যুবককে ফের দেখতে পান তাঁর সঙ্গীরা। তখনই তাঁদের নিজেদের মধ্যে বচসা বাঁধে। অভব্য আছরণের জন্য ওই যুবককে চড় মারেন দলেরই অন্য এক যুবক। মার খেয়ে সেখান থেকে পালাতে গিয়ে ওই যুবক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

ধৃত তরুণীর দাবি, এই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকা সত্ত্বেও যুবকদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। এমনকী তাঁদের বাঁচানোর জন্য পুলিশ ঘুষ নিয়েছে বলেও অভিযোগ ওই তরুণীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement