Arrest

যুবককে গুলি করে খুনের অভিযোগ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে! ধৃতকে জিজ্ঞাসাবাদ উত্তরাখণ্ড পুলিশের

হলদোয়ানি সিটির পুলিশ সুপার মনোজকুমার কাত্যাল জানান, নিহত যুবকের নাম নিতিন লোহানি। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হলদোয়ানির জাজফার্ম এলাকায় এই খুনের ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০১:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল উত্তরাখণ্ডের এক বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তরাখণ্ডের হলদোয়ানির জাজফার্ম এলাকায় ঘটনাটি ঘটে। সোমবার অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে হলদোয়ানি থানার পুলিশ। থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে ওই যুবককে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

হলদোয়ানি সিটির পুলিশ সুপার মনোজকুমার কাত্যাল জানান, নিহত যুবকের নাম নিতিন লোহানি। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হলদোয়ানির জাজফার্ম এলাকায় এই খুনের ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নিতিন তাঁর বন্ধু কমল ভান্ডারীকে নিয়ে কাউন্সিলরের ছেলের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, ওই যুবক দরজার ঘন্টি বাজালে অমিত দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এতে নিতিন গুরুতর আহত হন। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তাঁর বন্ধু সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তারা দ্রুত নিতিনকে উদ্ধার করে সুশীলা তিওয়ারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সোমবার হলদোয়ানি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

এই ঘটনার পর বিজেপির নৈনিতাল জেলা সভাপতি প্রতাপ বিষ্ট অভিযুক্ত অমিতকে দল থেকে বহিষ্কার করেছেন। বিজেপির মণ্ডল সহ-সভাপতি পদেও ছিলেন অমিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement