Police Encounter

স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ মহিলাকে! তামিলনাড়ুতে অভিযুক্তদের ‘এনকাউন্টার’ করল পুলিশ

পুলিশ জানিয়েছে, তাদের দলটিকে দেখেই প্রথমে পালানোর চেষ্টা করেন অভিযুক্তেরা। কিন্তু ওই চার জনকে পুরো ঘিরে ফেলা হয়েছিল। তাঁদের আত্মসমর্পণও করতে বলা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১
Share:

ধর্ষণে অভিযুক্তদের ‘এনকাউন্টার’। প্রতীকী ছবি।

ধর্ষণে অভিযুক্ত চার জনকে ‘এনকাউন্টার’ করল তামিলনাড়ু পুলিশ। ওই চার জনের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ডাকাতির অভিযোগ ছিল। চার অভিযুক্তকে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পায় তারা, পোনমালাই এলাকার কাছে ওই চার অভিযুক্ত একটি জায়গায় আত্মগোপন করে রয়েছেন। তার পরই ওই এলাকায় অভিযানে যায় পুলিশের বিশেষ দল।

Advertisement

পুলিশ জানিয়েছে, তাদের দলটিকে দেখেই প্রথমে পালানোর চেষ্টা করেন অভিযুক্তেরা। কিন্তু ওই চার জনকে পুরো ঘিরে ফেলা হয়েছিল। তাঁদের আত্মসমর্পণও করতে বলা হয়। কিন্তু তা না করে অভিযুক্তেরা পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। পাল্টা গুলি চালায় পুলিশও। চার জনের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হন। আরও এক অভিযুক্তের পা ভেঙে গিয়েছিল। তার পরই চার জনকে গ্রেফতার করে পুলিশ।

আহত তিন অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি তিরুপাথুরে ঘুরতে গিয়েছিলেন এক দম্পতি। তাঁরা সেখানে একটি বাসস্ট্যান্ডের সামনে অপেক্ষা করছিলেন। তখন বিকেল ৩টে। সেই সময় গাড়িতে করে চার যুবক আসেন। অস্ত্র দেখিয়ে ওই দম্পতিকে তুলে নিয়ে যান। অভিযোগ, তার পর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মহিলার স্বামীকে গাছের সঙ্গে বাঁধেন। মহিলার গয়না লুট করেন। তার পর তাঁকে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার পর থেকে চার জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement