গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
হরিয়ানার পঞ্চকুলায় মিত্তল পরিবারের সাত সদস্যের মৃত্যুরহস্যের তদন্ত চলছে। সেই রহস্যের মাত্রা আরও বাড়িয়েছে মিত্তলদের ব্যবহার করা একটি কলম। যে কলম দিয়ে সুইসাইড নোট লেখা হয়েছিল, পাঁচ দিন কেটে গেলেও সেই কলম এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
এমনিতেই দু’টি সুইসাইড নোট ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। তার সঙ্গে ওই নোটে সই কি আদৌ প্রবীণ মিত্তলের, এ নিয়ে তদন্তের মাঝেই তদন্তকারীদের ভাবিয়ে তুলছে সুইসাইড নোট লেখার জন্য ব্যবহৃত কলমটি। কোথায় গেল সেই কলম? সেটিরই খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তকারী দলের একটি সূত্র বলছে, কলম পাওয়া গেলে তা হলে বিষয়টি আরও স্পষ্ট হত যে, সুইসাইড নোট কি প্রবীণই লিখেছিলেন, না কি নেপথ্যে অন্য কেউ রয়েছেন।
মিত্তলদের গাড়ি ঢুঁড়ে কলমের কোনও হদিস পাননি তদন্তকারীরা। এমনকি অম্বেডকর নগরে যে দু’টি ঘর থাকার জন্য নিয়েছিলেন মিত্তলেরা, সেখানেও কোনও কলম পাওয়া যায়নি। চিঠির ফরেন্সিক পরীক্ষা করে হাতের লেখা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। শুধু তা-ই নয়, যে দু’টি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি অর্ধেক লেখা। কিছু সংশোধনও করা হয়েছিল। নোটের শেষে আবার সই করাও ছিল। তবে দ্বিতীয় চিঠিটি সম্পূর্ণ এবং পরিষ্কার ভাবে লেখা। এই দু’টি বিষয় নিয়েও তদন্ত চলছে।
গত ২৬ মে পঞ্চকুলার সেক্টর ২৭-এ গাড়ির ভিতর থেকে মিত্তল পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার হয়। পরিবারের কর্তা প্রবীণ মিত্তলের মৃত্যু হয় তার কিছু ক্ষণ পরে।