Narendra Modi

জেন জ়ি-দের সৃজনশীলতায় মুগ্ধ মোদী! বললেন, ‘ওদের চিন্তাধারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’

পিটিআই সূত্রে খবর, দেশের প্রায় ৫০ লক্ষ যুবক-যুবতীদের নিয়ে রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০২:৪২
Share:

ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে এসে জেন জ়ি-দের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তাঁদের অবদান অনস্বীকার্য।

Advertisement

পিটিআই সূত্রে খবর, দেশের প্রায় ৫০ লক্ষ যুবক-যুবতীদের নিয়ে রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী জেন জ়ি-দের উদ্দেশে বলেন, “তাঁদের বল, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার দেশের এই যুব সমাজের কথা ভেবে অতীতে ধারাবাহিক ভাবে প্রকল্পগুলি চালু করেছে, পরবর্তীকালে এসে তা ফলপ্রসূ হয়েছে। বিগত বেশ কয়েক বছরে এদেশে স্টার্টআপ গতি পেয়েছে। তাই ভবিষ্যতে যুব সমাজ কেন্দ্রীক আরও প্রকল্পের ভাবনাচিন্তা রয়েছে সরকারের, বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, যুব সমাজের অবদানে ভারত অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে, যার মূলে রয়েছে সংস্কৃতি, বিষয়বস্তু এবং সৃজনশীলতা।

Advertisement

প্রতি বছর ১২ জানুযারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে দেশের কোনও একটি রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ এবং ২০২৬ সালে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে দিল্লিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement