National news

রাজ্যপাল শাসনেই আমাদের সুবিধা, বললেন কাশ্মীরের পুলিশ প্রধান

তাঁর কথায়, ‘‘ সংঘর্ষবিরতির সময় শুধুমাত্র হামলার মুখে পড়লেই নিরাপত্তাবাহিনী পাল্টা হামলায় যেতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গিরা কোথায় রয়েছে সে ব্যাপারে তথ্য মিলছিল না। ফলে সংঘর্ষ বিরতি জঙ্গিদের সুবিধা করে দিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ১১:৩৫
Share:

রাজ্যপাল শাসন নিয়ে আশাবাদী এসপি বৈদ। ফাইল চিত্র।

রাজ্যাপাল শাসনে জম্মু-কাশ্মীর জঙ্গি বিরোধী অভিযানের তীব্রতা তো বাড়বেই। কাজ করতে সুবিধা হবে পুলিশের।এমনই দাবি করলেনজম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বৈদ।

Advertisement

জম্মু-কাশ্মীরে লাগাতার অশান্তির জন্য পিডিপি’কে দায়ী করেমঙ্গলবার সরকার ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপি। অন্য কোনও দল জোড়াতালির সরকার গড়তে উৎসাহ না দেখানোয় রাজ্যপাল শাসনের ছাড়পত্র দিয়‌েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু এর পর থেকেই বিরোধীরা সরব। তাদের অভিযোগ, বিজেপি-পিডিপি সরকারের জন্যেই অশান্ত হয়ে উঠেছিল কাশ্মীর। রাজনৈতিক বিতর্কে ঢুকতে না চাইলেও রাজ্যের পুলিশ প্রধান এসপি বৈদ কিন্তু জানিয়ে দিলেন, রাজ্যপালের শাসন তিনি নিয়ে আশাবাদী। তাঁর দাবি, ‘‘রাজ্যপাল শাসনে পরিস্থিতির উন্নতি ঘটবে।’’

রমজান মাসে জম্মু-কাশ্মীরের সংঘর্ষবিরতিতে যে জঙ্গিদেরই সুবিধাই হয়েছে, সে কথা তিনি রাখঢাক না করে জানিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘ সংঘর্ষবিরতির সময় শুধুমাত্র হামলার মুখে পড়লেই নিরাপত্তাবাহিনী পাল্টা হামলায় যেতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গিরা কোথায় রয়েছে সে ব্যাপারে তথ্য মিলছিল না। ফলে সংঘর্ষ বিরতি জঙ্গিদের সুবিধা করে দিয়েছে।’’

Advertisement

এদিকে বুধবার সকালে পাঁচ জৈশ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। পুলওয়ামার ত্রালে বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা প্রাণ হারায়।

আরও খবর: মেহবুবার হাত ছাড়ল বিজেপি, রাজ্যপাল শাসন জারি উপত্যকায়

আরও খবর: এ বার ভিন্গ্রহে যাবেন মোদী, খোঁচা উদ্ধবের

একদিকে দলীয় শাসন, তো অন্যদিকে রাজ্যপালের শাসন। বৈদের কথায়, রাজ্যপালের শাসনেই পুলিশ বাড়তি সুবিধা পাবে। তিনি বলেছেন, ‘‘সংঘর্ষবিরতির সময় জঙ্গিরা নিজেদের ঘর গোছানোর সুযোগ পেয়েছিল। এবার জঙ্গি বিরোধী অভিযানের তীব্রতা বাড়বে।’’ রাজ্যপাল শাসন জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন