দেশে এ বার জঙ্গি দমনেও মহিলা অফিসার

শুধু যুদ্ধবিমান চালানোই নয়। এ বার মহিলা অফিসার নামানো হবে জঙ্গি দমনেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ১৬:২২
Share:

-পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

শুধু যুদ্ধবিমান চালানোই নয়। এ বার মহিলা অফিসার নামানো হবে জঙ্গি দমনেও। প্রাথমিক পর্যায়ে মহিলা অফিসারদের সীমান্তে মোতায়েন করা হলেও, পরে দেশের মধ্যে জঙ্গি দমন অভিযানেও থাকবেন মহিলারা।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরের একটি মন্তব্যেই আজ এই ইঙ্গিত মিলেছে। পর্রীকর পানাজিতে বলেছেন, ‘‘আমি নীতিগত ভাবে মহিলাদের রণক্ষেত্রে নামানোর পক্ষে। তবে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’’

সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে পর্রীকর এ-ও বলেছেন, ‘‘আমরা যখন সব ব্যাপারেই সমানাধিকারের কথা বলছি, তখন এ ক্ষেত্রেই-বা তা কেন হবে না? সীমান্তে, এমনকী দেশের মধ্যেও মহিলাদের জঙ্গি দমন অভিযানে নামাতে পারে প্রতিরক্ষা মন্ত্রক।’’

Advertisement

গত সপ্তাহেই এয়ার চিফ মার্শাল অরূপ রাহা জানিয়েছিলেন, এ বার যাতে মহিলারাও বিমানবাহিনীর যুদ্ধবিমান চালাতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রককে সেই প্রস্তাব দেওয়া হয়েছে।

তার প্রেক্ষিতে এ দিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘‘আরব আমিরশাহিতে যুদ্ধবিমান চালানোর জন্য মহিলা পাইলট রয়েছেন। তাঁরা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়ছেন। তবে এ দেশে দুম করে কিছু করে ফেলা হবে না। সবটাই হবে ধাপে ধাপে। যুদ্ধবিমানের জন্য মহিলা পাইলট নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি বেরোতেও কিছুটা সময় লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন