Asaduddin Owaisi

বিহারে বিরোধী জোটে ঠাঁই হল না ওয়েইসির

বিরোধীদের জোটে তাঁর জন্য দরজা খুলবে না বুঝতে পেরে আসাদুদ্দিন ওয়েইসি নিজেই দু’দিন আগে বলেছিলেন, তাঁর দল তৃতীয় ফ্রন্টের চেষ্টা করবে। তাঁর বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগও মিথ্যা প্রচার বলে উড়িয়ে দিয়েছিলেন ওয়েইসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০৮:০৮
Share:

এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। ছবি: সংগৃহীত।

বিহারে বিধানসভা নির্বাচনের আগে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’-এ যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। সেই প্রস্তাব খারিজ করে দিল বিরোধী জোট। সূত্রের খবর, কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে জোর আপত্তি তোলা হয়েছে। কংগ্রেস মনে করছে, ওয়েইসির এমআইএম ‘সাম্প্রদায়িক দল’। অতীতে ওয়েইসি বিহার-সহ বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে বিজেপিরই সুবিধা করে দিয়েছে। বিজেপির ‘বি টিম’ হিসেবে কাজ করেছে। বিহারের গত বিধানসভা নির্বাচনেও ওয়েইসি তেলঙ্গানা থেকে বিহারে গিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী দিয়ে বিজেপি-বিরোধী ভোটে ভাগ বসিয়েছিল।

বিরোধীদের জোটে তাঁর জন্য দরজা খুলবে না বুঝতে পেরে আসাদুদ্দিন ওয়েইসি নিজেই দু’দিন আগে বলেছিলেন, তাঁর দল তৃতীয় ফ্রন্টের চেষ্টা করবে। তাঁর বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগও মিথ্যা প্রচার বলে উড়িয়ে দিয়েছিলেন ওয়েইসি। কংগ্রেসের বক্তব্য, এর পরে ওয়েইসি যদি অন্য কোনও ছোট দলের সঙ্গে জোট বেঁধে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা করেন, তা হলে তা বিজেপিকে সাহায্য করতেই করবেন। তা নিয়ে আরজেডি, কংগ্রেস, বামেদের জোট প্রচার করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন