Jacqueline Fernandez

বড়দিন উপলক্ষে জ্যাকলিনকে ফের চমকে দিলেন সুকেশ! এ বার কোন বিলাসবহুল জিনিস উপহার দিলেন?

জ্যাকলিনকে লেখা চিঠিতে আর্থিক প্রতারণায় অভিযুক্ত জানান, তিনি নাকি আইপিএল-এ ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’-কেও কিনে নেওয়ার কথা ভাবছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮
Share:

জ্যাকলিনকে কী দিলেন সুকেশ? ছবি: সংগৃহীত।

আর্থিক প্রতারণার অভিযোগে সংশোধনাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। সেখান থেকেই চর্চিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজ়কে একের পর এক উপহার পাঠান তিনি। কখনও প্রেম উজাড় করেন হাতে লেখা চিঠিতে। এ বার সমস্ত সীমা পার করে জ্যাকলিনকে একটি বাড়ি উপহার দিলেন সুকেশ। সেই বাড়ির নাম রাখলেন ‘লভ নেস্ট’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘প্রেমের বাসা’। সেই সঙ্গে ‘প্রেমিকা’র প্রতি ফের প্রেমের অনুভূতি প্রকাশ করেন সুকেশ।

Advertisement

প্রতিটি চিঠিতেই জ্যাকলিনকে ‘বেবি’ বলে সম্বোধন করেন সুকেশ। এ বারও অন্যথা হল না। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখলেন, “এই শুভ দিনে আমি তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। তোমার এবং আমাদের নতুন বাড়ি এ বার বেভার্লি হিল্স-এ। হ্যাঁ বেবি, এটা সেই বাড়ি, যা আমি তোমার জন্য তৈরি করেছিলাম। তুমি ভেবেছিলে, এই বাড়ি শেষপর্যন্ত তৈরি হবে না। আমি গর্বের সঙ্গে বলছি, তোমার জন্য এই বাড়ি আমি বানিয়ে ফেলেছি এবং বড়দিন উপলক্ষে তোমাকে উপহার দিচ্ছি।”

এই বাড়ির অন্দরসজ্জা যে ভাবে পরিকল্পিত ছিল, তার চেয়েও বড় আকারে তা বানানো হয়েছে। জানান সুকেশ। বাড়ির চারপাশে রয়েছে গল্‌ফ খেলার জায়গা। তবে এইখানেই শেষ নয়। জ্যাকলিনকে লেখা চিঠিতে আর্থিক প্রতারণায় অভিযুক্ত জানান, তিনি নাকি আইপিএল-এ ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’-কেও কিনে নেওয়ার কথা ভাবছেন। এটিও তিনি নাকি জ্যাকলিনের জন্যই করতে চান।

Advertisement

উল্লেখ্য, ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে জ্যাকলিনের নাম। সুকেশের দাবি, জ্যাকলিন তাঁর প্রেমিকা। যদিও অভিনেত্রী বার বার এই দাবি অস্বীকার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement