Akshaye Khanna

‘অজয় দেবগনের চেয়ে উনি বেশি জনপ্রিয় এখন’, কত পারিশ্রমিক চেয়ে ‘দৃশ্যম ৩’ নিয়ে সমস্যায় অক্ষয়?

সম্প্রতি ‘দৃশ্যম ৩’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু অভিনেতাদের মধ্যে কোথাও অক্ষয়ের নামের উল্লেখ নেই। বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিতে অভিনয় করছেন না অক্ষয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩
Share:

অজয়ের ছবিতে আর নেই অক্ষয়! ছবি: সংগৃহীত।

অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ ছবির অনুরাগীর সংখ্যা বহু। তাই এই ছবির তৃতীয় ভাগ নিয়ে অপেক্ষায় দর্শক। ২০২৬ সালের ২ অক্টোবর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অক্ষয় খন্না। কিন্তু ‘দৃশ্যম ৩’ থেকে নাকি মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। ‘ধুরন্ধর’ ছবিতে রেহমান বালোচের চরিত্রে অভিনয় করে সাফল্যের শিখরে তিনি। তাই কি এই বড় সিদ্ধান্ত অভিনেতার?

Advertisement

সম্প্রতি ‘দৃশ্যম ৩’ ছবির ঘোষণা হয়েছে। কিন্তু অভিনেতাদের মধ্যে কোথাও অক্ষয়ের নামের উল্লেখ নেই। বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিতে অভিনয় করছেন না অক্ষয়। পারিশ্রমিক ও ছবির সৃজনশীলতাকে ঘিরে নাকি মতান্তর হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তবে এখনও ছবির নির্মাতা বা অভিনেতার তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

সূত্রের খবর, ২০২২-এ মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম ২’ ছবির জন্য ২.৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ২০২৫-এর ছবি ‘ছাওয়া’-তেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ চরিত্র। সেই চরিত্রে অভিনয় করেও তিনি পেয়েছেন ২.৫ কোটি টাকা। জানা গিয়েছে ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করেও তিনি ২.৫-৩ কোটি টাকা পেয়েছেন। সেই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছে। অক্ষয়ের অভিনয়ও বেশ প্রসংশিত। তাই কি এ বার নিজের পারিশ্রমিকও বাড়াতে চাইছেন অভিনেতা? অক্ষয়ের অনুরাগীরা মনে করছেন, এ অভিনেতার ন্যায্য দাবি। এক অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, “খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অক্ষয়। তাই তিনি যে টাকা চাইছেন, সেটাই ওঁকে দেওয়া উচিত।” আর এক নেটাগরিকের কথায়, “এখন ওঁর অসংখ্য অনুরাগী। জনপ্রিয়তার নিরিখে উনি এখন অজয় দেবগনকেও ছাপিয়ে গিয়েছেন।”

Advertisement

‘দৃশ্যম ৩’-র নির্মাতারা অক্ষয়ের খ্যাতি ব্যবহার করবেন। তাই ওঁর পারিশ্রমিকও বেশি হওয়া উচিত বলে দাবি অক্ষয়ের অনুরাগীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement