Goa

মোবাইলে পর্নোগ্রাফি শেয়ার! অভিযোগ নস্যাৎ করলেন গোয়ার উপমুখ্যমন্ত্রী

২০১৭ সালের বিধানসভা ভোটে দক্ষিণ গোয়ার কুয়েপেম থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিরোধী দলনেতা হয়েছিলেন চন্দ্রকান্ত। পরে বিজেপিতে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হন।

Advertisement

সংবাদ সংস্থা

পানাজি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ২০:১৪
Share:

চন্দ্রকান্ত কাভলেকর— ফাইল চিত্র।

গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকরের মোবাইল থেকে অশালীন ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠল। গোয়া ফরোয়ার্ড পার্টির তরফে সোমবার পুলিশের কাছে এই অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

প্রভাবশালী বিজেপি নেতা চন্দ্রকান্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের পাশাপাশি মহিলাদের অসম্মানের অভিযোগে এফআইআর রুজু করে তদন্ত শুরুর দাবি জানিয়েছে গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা শাখা। চন্দ্রকান্ত অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁর মোবাইল ‘হ্যাক’ করে এমন কাণ্ড ঘটানো হয়েছে।

অভিযোগ, রবিবার গভীর রাতে চন্দ্রকান্ত তাঁর মোবাইল থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্নোগ্রাফির ভিডিয়ো শেয়ার করেন। এই গ্রুপে তাঁর বিধানসভা কেন্দ্র, কুয়েপেমের অনেক গ্রামবাসী রয়েছেন। তাঁদের মাধ্যমেই এ দিন সকালে ঘটনার কথা সামনে আসে। এর পরেই গোয়া পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানাতে যায় বিরোধী রাজনৈতিক শিবির।

Advertisement

আরও পড়ুন: সন্ত্রাস ছড়াতে নিয়ন্ত্রণরেখায় মোবাইল টাওয়ার বসাচ্ছে পাকিস্তান

চন্দ্রকান্ত এ দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে আমার মানহানির চেষ্টা চলছে। রবিবার রাত ১টার পরে ওই অশালীন ভিডিয়ো পাঠানো হয়েছিল। আমি সে সময় ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাকারদের সাহায্যে এই ঘটনা ঘটানো হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে সত্যি সামনে আসবে।’’

আরও পড়ুন: লাদাখে শীতের মোকাবিলা করতে আমেরিকার পোশাক ও সরঞ্জাম আনছে ভারত

প্রসঙ্গত, ২০১৭ সালের বিধানসভা ভোটে দক্ষিণ গোয়ার কুয়েপেম থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিরোধী দলনেতা হয়েছিলেন চন্দ্রকান্ত। পরে আরও কয়েকজন কংগ্রেস বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হন। চন্দ্রকান্তদের পাশে পাওয়ায় বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। এর পরেই তৎকালীন সহযোগী গোয়া ফরোয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাইকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ছাঁটাই করেন বিজেপি মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন