Uttar Pradesh Govt Meeting

শিক্ষা দফতরের সঙ্গে জেলাশাসকের অনলাইন বৈঠকে আচমকা চলল পর্ন ভিডিয়ো! উত্তরপ্রদেশের ঘটনায় হুলস্থুল

প্রশাসন সূত্রে খবর, জেলাশাসক সন্তোষকুমার শর্মার সঙ্গে বৈঠক করছিলেন প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, জেলার সরকারি স্কুলের প্রধানশিক্ষক এবং অন্য শিক্ষকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৩:১৬
Share:

প্রতীকী ছবি।

শিক্ষা দফতরের সঙ্গে জেলাশাসকের ভার্চুয়ালি বৈঠকে আচমকা পর্ন ভিডিয়ো চলায় হুলস্থুল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। গত ৭ অগস্ট জেলা শিক্ষা দফতরের সঙ্গে বৈঠকে করছিলেন মহারাজগঞ্জের জেলাশাসক। সেই বৈঠক চলাকালীন হঠাৎই অশ্লীল ভিডিয়ো চলতে শুরু করে। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে জেলা প্রশাসন। কী ভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হতেই জানা যায়, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই অনলাইন বৈঠকে ঢুকে পড়েছিলেন। তাঁদের কাজ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

একটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলাশাসক সন্তোষকুমার শর্মার সঙ্গে বৈঠক করছিলেন প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, জেলার সরকারি স্কুলের প্রধানশিক্ষক এবং অন্য শিক্ষকেরা। কী ভাবে জনসংযোগ বাড়ানো যায়, তা নিয়েই ছিল সেই বৈঠক। প্রশাসন সূত্রে খবর, অনলাইন বৈঠক শুরু হতেই ‘জেসন জুনিয়র’ নামে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর স্ক্রিন শেয়ার করেন। আর তার পরই পর্ন ভিডিয়ো চালু হয়ে যায়। আচমকা এমন ঘটনায় সরকারি আধিকারিকেরা বৈঠক থেকে বেরিয়ে যান। তার পর পরই ‘অর্জুন’ নামে এক ব্যক্তি স্ক্রিন শেয়ার করেন। সেখানে অশ্রাব্য কথা ভেসে ওঠে। তার পরই ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়।

অনলাইন বৈঠকে কী ভাবে অপরিচিতেরা ঢুকে পড়লেন, তা নিয়ে সন্দেহ বাড়ছে। পুলিশের সাইবার বিশেষজ্ঞরা দুই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। মহারাজগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক বৈঠকের নিরাপত্তা ভেদ করে কী ভাবে অন্য কেউ ঢুকে পড়লেন, কোথায় গাফিলতি ছিল, সব খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement