প্রতীকী ছবি।
নাবালিকা ধর্ষণের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল রাজস্থানের উদয়পুর। অভিযুক্তের শাস্তির দাবিতে পথে নামল বিক্ষুব্ধ জনতা। রাস্তা অবরোধ করল তারা। অবরোধ তুলতে গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় পথচলতি বেশ কয়েকটি গাড়ি এবং বাসেও। বাদ যায়নি মহকুমাশাসকের গাড়িও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতাকে সরাতে পুলিশকে হালকা বলপ্রয়োগ করতে হয়। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এই ঘটনার জেরে। যদিও বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ায় আবার যান চলাচল শুরু হয়। বিক্ষুব্ধ গ্রামবাসীদের হুঙ্কার, যত ক্ষণ না অভিযুক্তের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, তত ক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশের তরফে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা শান্ত হয়নি বলে স্থানীয় সূত্রে খবর।
ঘটনার সূত্রপাত রবিবার। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মাঠে গিয়েছিল বছর আটেকের এক নাবালিকা। তদন্তকারী পুলিশ আধিকারিক হুকুম সিংহ জানিয়েছেন, সেই সময় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে যান। তার পর ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হলে খুনের হুমকি দেওয়া হয় নাবালিকাকে। এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকাল থেকেই পথে নামেন দাবোক থানা এলাকার গ্রামবাসীরা। বিপুল সংখ্যায় গ্রামবাসী থানা ঘেরাও করেন। দাবি তোলেন, অভিযুক্তের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। গ্রামবাসীরা জাতীয় সড়কও অবরোধ করেন। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। তার পরই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর চালিয়ে আগুন ধরানো হয় আরও বেশ কয়েকটি গাড়িতেও।