জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। —ফাইল চিত্র।
আবার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের নাগরিকের। নজরে আসতেই সতর্ক করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাতেও কাজ হয়নি। বিএসএফ-কে লক্ষ্য করে ছুটে আসে গুলি। পাল্টা জবাব দেয় বিএসএফ। তাদের গুলিতে গুরুতর জখম হন অনুপ্রবেশের চেষ্টা করা ওই পাকিস্তান নাগরিক। পরে বিএসএফ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এক দল লোক পাকিস্তান থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। সীমান্তে টহলদারির সময় বিষয়টি নজরে আসে বিএসএফের। তৎক্ষণাৎ ওই পাকিস্তানি নাগরিকদের পথ আটকায় তারা। বাকিরা পালিয়ে গেলেও এক পাকিস্তানি নাগরিক অনেকটা এগিয়ে আসেন। অভিযোগ, তিনি গুলিও চালান। পাল্টা জবাবে বিএসএফের গুলিতে তিনি আহত হন।
বিএসএফ বিবৃতি দিয়ে পাকিস্তান নাগরিকদের অনুপ্রবেশের চেষ্টার বিষয়টি জানায়। বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তাবাহিনী সতর্ক করলেও, তাতে কর্ণপাত করেনি ওই অনুপ্রবেশকারীরা। পরে তাঁদের উদ্দেশ্য ব্যর্থ করতে পা লক্ষ্য করে গুলি চালানো হয়। এক অনুপ্রবেশকারী আহত হন। তাঁকে হেফাজতে নেওয়া হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় ওই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে খবর।
পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং দেশের নানা অংশে ভারত-পাক সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। সীমান্তে নজরদারিও বৃদ্ধি করেছে সেনা। মাসখানেকের মধ্যে বেশ কয়েক বার ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশ আটকেছে বিএসএফ।