Uttar Pradesh Incident

স্কুলে আসেননি প্রধানশিক্ষক, ‘ক্লাস’ নিচ্ছেন তাঁর গাড়ির চালক! শোরগোল উত্তরপ্রদেশে

হামিরপুরের ওই স্কুলে প্রধানশিক্ষকের গাড়ির চালক ক্লাস নিচ্ছেন, এই অভিযোগ গোপন সূত্রে জানতে পেরে শিক্ষা বিভাগের এক আধিকারিক আচমকা স্কুলে পৌঁছে যান। যখন তিনি স্কুল পরিদর্শন করেন, তখন দেখেন মাত্র এক জন শিক্ষক উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলে আসেননি প্রধানশিক্ষক। পরিবর্তে তাঁর গাড়ির চালক ক্লাস নিচ্ছেন! এমন অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ল উত্তরপ্রদেশের হামিরপুরে! ওই জেলার একটি প্রাথমিক স্কুলে প্রধানশিক্ষকের গাড়ির চালকের ‘ক্লাস’ নেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে।

Advertisement

স্কুল পরিদর্শনের সময় হামিরপুরের ওই প্রাথমিক স্কুলের ঘটনা জানাজানি হয়। ওই স্কুলের প্রধানশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা ৭৯ জন। আর শিক্ষকের সংখ্যা প্রধানশিক্ষক বীরু সিংহকে নিয়ে তিন জন। এই ঘটনা প্রসঙ্গে হামিরপুরের শিক্ষা আধিকারিক (বিএসএ) অলোক সিংহ বলেন, ‘‘প্রধানশিক্ষক অনুপস্থিত ছিলেন। তিনি না আসায় তাঁর ড্রাইভার ক্লাসে ছিলেন।’’ আদৌ ওই চালক ক্লাস নিচ্ছিলেন কি? অলোক জানান, তদন্তের পরই জানা যাবে ওই ড্রাইভার ক্লাস নিচ্ছিলেন কি না।

এই ঘটনা এমন সময়ে প্রকাশ্যে এসেছে, যখন উত্তরপ্রদেশ সরকার রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনাও শুরু করেছে। উল্লেখ্য, যে সব স্কুলে পড়ুয়া সংখ্যা ৫০ জনের কম, সেই সব স্কুলগুলি কাছাকাছি কোনও বড় স্কুলের (যেখানে পড়ুয়ার সংখ্যা তুলনামূলক বেশি) সঙ্গে যুক্ত করার কথা জানিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

Advertisement

হামিরপুরের ওই স্কুলে প্রধানশিক্ষকের গাড়ির চালক ক্লাস নিচ্ছেন, এই অভিযোগ গোপন সূত্রে জানতে পেরে শিক্ষা বিভাগের এক আধিকারিক আচমকা স্কুলে পৌঁছে যান। যখন তিনি স্কুল পরিদর্শন করেন, তখন দেখেন মাত্র এক জন শিক্ষক উপস্থিত ছিলেন। আসেননি প্রধানশিক্ষক। ক্লাসরুমে গিয়ে দেখেন, সেখানে রয়েছেন প্রধানশিক্ষকের গাড়ির চালক রাম সহায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement