রাষ্ট্রপুঞ্জের প্রদর্শনীতে সত্যজিৎ

আন্তর্জাতিক সম্মান পেয়েছেন বহু। এ বার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে প্রথম সারির ১৬ জন শিল্পী-চিন্তাবিদের চিত্র প্রদর্শনীতে স্থান পেলেন সত্যজিৎ রায়। ‘দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অব আর্ট,’ (শিল্পের পরিবর্তনের ক্ষমতা) নাম দিয়ে নিউ ইয়র্কে সদর দফতরে প্রদর্শনীর আয়োজন করেছে রাষ্ট্রপুঞ্জ।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:১৭
Share:

আন্তর্জাতিক সম্মান পেয়েছেন বহু। এ বার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে প্রথম সারির ১৬ জন শিল্পী-চিন্তাবিদের চিত্র প্রদর্শনীতে স্থান পেলেন সত্যজিৎ রায়।

Advertisement

‘দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অব আর্ট,’ (শিল্পের পরিবর্তনের ক্ষমতা) নাম দিয়ে নিউ ইয়র্কে সদর দফতরে প্রদর্শনীর আয়োজন করেছে রাষ্ট্রপুঞ্জ।

‘টাইম ফর গ্লোবাল অ্যাকশন’ কর্মসূচির আওতায়। সেখানেই এই চিত্র প্রদর্শনী করা হয়েছে। ১৯৯২ সালে অস্কারের আসরে হাজির হতে পারেননি অসুস্থ সত্যজিৎ। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে তাঁকে পর্দায় দেখেছিল গোটা বিশ্ব। সে দিন তাঁর প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন হলিউডের অভিনেত্রী অড্রে হেপবার্ন। রাষ্ট্রপুঞ্জের ১৬ জনের তালিকায় সত্যজিতের সঙ্গে স্থান পেয়েছেন ‘রোমান হলিডে’-র নায়িকাও। আছেন পাকিস্তানের সাহসিনী, সদ্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তাছাড়া মার্কিন সাহিত্যিক মায়া অ্যাঞ্জেলো, রুশ চিত্রকার ভ্যাসিলি ক্যানডিনস্কি, মার্কিন লোকগায়ক জোয়ান বেজ, মিশরের গায়ক উম কুলসুমের মতো ব্যক্তিত্বরা।

Advertisement

৩০ জুন থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী। উদ্যোক্তাদের আশা, সাংস্কৃতিক সেতুবন্ধনের মাধ্যমে দূর হবে রাজনৈতিক বিভেদ। পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার ভাবনার প্রচার করতে প্রদর্শনীর ছবিগুলি তৈরি হয়েছে সম্পূর্ণ জৈব উপাদানে। ফুলের পাপড়ি, মেটে রঙে রাঙিয়ে তোলা হয়েছে সেগুলি। শনিবার রাষ্ট্রপুঞ্জের সরকারি ওয়েবসাইটে প্রর্দশনীর কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট স্যাম কুতেসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন